X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রতারণার মামলায় আহমেদ শরীফের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৯:৫১আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২০:৪৮

আহমেদ শরীফ। ছবি- সংগৃহীত ব্যাংক চেক প্রতারণার মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড এবং এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানার করেছেন আদালত।
সোমবার (২ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ-সহকারী ইফতেখার এই তথ্য জানান।

তিনি বলেন, ‘রায় ঘোষণার সময় আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

আহমেদ শরীফের কর্তৃক দেওয়া এক লাখ ৬৭ হাজার টাকার চেক তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হওয়ায় ব্যবসায়ী মোশারফ হোসেন সুমন ২০১৫ সালের ৫ মার্চ মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ২০১৪ সালের ৫ জুন বাদী আহমেদ শরীফকে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। বাদী মোশারফ হোসেন জানান, আসামি আহমেদ শরীফ বাদীর কাছ থেকে টয়োটার একটি প্রাইভেট কার ৫ লাখ ১০ হাজার টাকায় ক্রয় করেন।উক্ত টাকার মধ্যে এক লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের জন্য একটি চেক প্রদান প্রদান করেন। যা ডিজঅনার হওয়ায় ও আহমেদ শরীফের সাড়া না মেলায় মামলাটি দায়ের করেন তিনি।

/টিএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!