X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিডি চয়েসের রেকর্ড: মিলছে সোনার স্বীকৃতি

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৭:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৪

সিডি চয়েসের প্রধান জহিরুল ইসলাম সোহেল দেশের অন্যতম সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সিডি চয়েসের নাম গেল ক’বছর ধরেই সবার আগে। পাশাপাশি নাটক ও চলচ্চিত্র বিভাগেও রয়েছে প্রতিষ্ঠানটির সরব উপস্থিতি। তবে প্রতিষ্ঠানটি তার সফলতার ধারাবাহিকতার ফল হিসেবে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি ‘গোল্ডেন প্লে বাটন’ পাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ থেকে।   
প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত প্রচুর গান, ভিডিও ও নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়ে আসছে গেল প্রায় দশ বছর ধরে। যার পরিমাপক হিসেবে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত মিলছে লাখ আর কোটি ভিউ অতিক্রমের খবর। এবার এসব কোটি ভিউয়ের খবর ছাপিয়ে ২ এপ্রিল রাতে অন্য এক রেকর্ড গড়লো প্রতিষ্ঠানটি। সেটি হলো দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ১ মিলিয়ন (১০ লাখ) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করলো! আর এমন সফলতার স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে শিগগিরই দেওয়া হবে সম্মানজনক ‘গোল্ডেন প্লে বাটন’।
বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেন বাংলাদেশে অবস্থিত কাইনেটিক নেটওয়ার্ক ইউটিউব (এমসিএন)। প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট সার্ভিস ডিরেক্টর ও কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ বলেন, ‘এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমরা। কারণ এই সফলতা আমাদের প্রতিটি সংগীতপ্রেমীর। সবার অংশগ্রহণের কারণেই বাংলাদেশের সংগীতের জন্য এই সফলতা এসেছে। ভাবতে ভালো লাগে, ইউটিউবে গোল্ডেন প্লে বাটন এখন বাংলাদেশের ভাগেও আছে। এর জন্য সিডি চয়েসকে শুভেচ্ছা জানাই। কাইনেটিক নেটওয়ার্ক গর্বিত এই প্রতিষ্ঠানটিকে সেবা দিতে পেরে।’
এদিকে সিডি চয়েস-এর প্রধান কর্তা জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘এই অর্জন সিডি চয়েসের একার না। আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের অর্জন। আমি বাংলাদেশের প্রতিজন শ্রোতা-দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ, তারা আছেন বলেই শত প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা কাজ করার উৎসাহ পাই।’
প্রসঙ্গত, সিডি চয়েস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে ১২শ’র বেশি ভিডিও কনটেন্ট রয়েছে।

চ্যানেলটির অন্যতম জনপ্রিয় গান তাহসান-ইমরানের ‘কেউ না জানুক’:

/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া