X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নজরুলের ৮ গান নিয়ে অনিন্দিতা

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৩:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৮:৩৩

অনিন্দিতা চৌধুরী নজরুলসংগীতের নিবেদিত কণ্ঠশিল্পীদের মধ্যে অনিন্দিতা চৌধুরী আছেন সামনের সারিতে। বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে তার প্রথম একক অ্যালবাম ‘নয়নের নীরে’। এতে রয়েছে নজরুলের বিভিন্ন আঙ্গিকের আটটি গান।
গানগুলো হলো ‘জনম জনম গেলো’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘রুমঝুম রুমঝুম’, ‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’, ‘তুমি যতই দহ না’, ‘প্রিয় যাই যাই বলো না’ ও ‘আমার যাবার সময় হলো’। এগুলোর রেকর্ডিং হয়েছে কলকাতায়। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।
এর আগে নজরুলের গান নিয়ে সাজানো চারটি মিশ্র অ্যালবামে গেয়েছেন অনিন্দিতা চৌধুরী। এবারই প্রথম তার একক অ্যালবাম বের হলো। রমজানের পর এর প্রকাশনা অনুষ্ঠান হবে বলে জানালেন তিনি।
অনিন্দিতা বলেন, ‘অ্যালবামটি আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ আমার প্রথম অ্যালবাম বাজারে আনার জন্য। আমি তড়িঘড়ি কিছু করতে চাইনি। তাই অনেক সময় নিয়ে প্রথম একক অ্যালবাম সাজিয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমি সার্থক হবো।’
সংগীত পরিবারে জন্ম নেওয়া অনিন্দিতা ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন গানের আবহে। সংগীতশিল্পী ভারতী চক্রবর্তীর কাছে গানের তালিম নিয়েছেন। এরপর বরেণ্য সংগীত গুরু পণ্ডিত রামকানাই দাশের কাছে শাস্ত্রীয় সংগীতের দীক্ষা নিয়েছেন।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর