X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভূতের প্রেমে জুঁই!

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৫:২২আপডেট : ০৬ মে ২০১৮, ১৭:৪৪

পুনম হাসান জুঁই। ছবি: নূর জেনেশুনে একটা ভূতকে ভালোবেসেছেন পুনম হাসান জুঁই! ভূত আর মানুষের প্রেমের পরিণতি কী তা কে বলতে পারে। তবু আকাশ নামের একটা ভূতকে ভালোবেসে যাবেন বলে ঠিক করেছেন তিনি। ভবিষ্যতে এই সম্পর্কের যে পরিণতিই আসুক, তাকে কেউই পিছপা করতে পারবেন না।
দীপ্ত টেলিভিশনের ‘ওরা থাকে ওধারে’ ধারাবাহিক নাটকে ভূতের সঙ্গে জুঁইয়ের এই প্রেম দেখা যাচ্ছে। ভূত নিয়ে বাস্তব অভিজ্ঞতা আছে? প্রশ্নটা শুনে জুঁইয়ের উত্তর, ‘ভূতের অনেক গল্প শুনেছি। ভূতের গল্প অবশ্য খুব একটা পড়িনি। তবে ভূতের মুভি দেখতে ভালো লাগে খুব।’
‘ওরা থাকে ওধারে’ ধারাবাহিকে জুঁইয়ের চরিত্রের নাম তাথৈ। সে সুন্দরী, বুদ্ধিমতি ও সাহসী তরুণী। গ্র্যাজুয়েশন শেষের পর মেয়েটি স্বপ্ন দেখে এভারেস্ট জয় করবে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পরিবার তাকে বিয়ে দিতে চায়। প্রতি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৮টায় প্রচার হচ্ছে নাটকটি।
তাথৈ মেয়েটার সঙ্গে জুঁইয়ের মিল কতটা? তার মন্তব্য—‘কিছু কিছু জায়গায় মিল আছে। আবার কোনও মিলই নেই। তবে তাথৈ চরিত্রে কাজ করতে গিয়ে মনে হয়েছে আমার জীবনে এমন ঘটনা ঘটছে। নাটকটির সুবাদে অনেক কিছু শিখতে পেরেছি। এজন্য নিজেকে নিয়ে অনেক স্টাডি করতে হয়েছে। এটি আমার ক্যারিয়ারের আরেকটি ভালো ধারাবাহিক।’
পুনম হাসান জুঁই। ছবি: নূর জুঁইয়ের প্রথম ধারাবাহিক ছিল ২০১৩ সালে প্রচারিত ‘নূরজাহান’। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নূরজাহান’ অবলম্বনে এতে নাম ভূমিকায় দেখা গেছে তাকে। এতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এর মাধ্যমে ভাগ্য বদলে যায় তার। তিনিও মানলেন কথাটা—‘আসলেই তাই। এর আগে দীর্ঘ পরিসরে কাজ করিনি। ওই নাটকের পর আমার জীবনটাই পাল্টে গেছে। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে আবিষ্কার করেছি।’
অনিমেষ আইচের ‘বুবনের সাত সতেরো’ ও ‘বিন্দু বিসর্গ’, ‘যমজ টু’, ‘ময়না টিয়া’, ‘উজান গাঙের নাইয়া’, সুমন আনোয়ারের ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ ও ‘স্বর্ণলতা’, কৌশিক শংকর দাশের ‘লাভ স্টোরি-টু’, চয়নিকা চৌধুরীর ‘না সজনী’ ও ‘নিবেদিতা’, আলভী আহমেদের ‘নষ্ট নীড়’সহ আরও কিছু নাটকে অভিনয় করেছেন জুঁই।
সৈয়দ শাকিলের পরিচালনায় ‘সোনার শেকল’ নামের আরেকটি ধারাবাহিক এখন চলছে এটিএন বাংলায়।
কিন্তু জুঁইকে দর্শক এখনও ‘নূরজাহান’ নামেই চেনে। এটা কেমন লাগে? ‘একজন অভিনয়শিল্পীর জন্য এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আমি হয়তো ওই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলাম। এটাই আমার অভিনয় জীবনের মাইলফলক।’
শোবিজে ২০০৯ সালে একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পা রাখেন কিশোরগঞ্জের মেয়ে পুনম হাসান জুঁই। সম্প্রতি ‘লিংক মডেল’ নামে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব বার্তা নিয়ে সাজানো একটি ডকুমেন্টারিতে অভিনয় করেছেন। খুব ভালো একটি বিজ্ঞাপনে কাজ করার কথা চলছে তার। শিগগিরই হয়তো এর শুটিং শুরু হবে। প্রত্যয় খানের সুর ও সংগীতে ‘তোমায় আমি পাবো না’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এই সুন্দরী।
৯ বছরের ক্যারিয়ার, কিন্তু জুঁইয়ের চলার গতি কেমন যেন ধীর। কাজের সংখ্যাও কম। কেন? তার সোজাসাপ্টা উত্তর, ‘শুরু থেকেই একটু বুঝেশুনে কাজ করেছি। সবসময় ভালো কিছু করতে চেয়েছি। প্রচারণা থেকে একটু দূরে ছিলাম বলতে পারেন। তাই হয়তো চোখে পড়েছে কম। এখন থেকে কিন্তু দর্শকরা নিয়মিতই আমাকে পর্দায় পাবেন। তাদের জন্য প্রতিনিয়ত ভালো অভিনয়ের চেষ্টা করি। সবসময়ই আমার মনের ভেতর  গুণী অভিনেত্রী হওয়ার আপ্রাণ চেষ্টা কাজ করে।’
অভিনয়ে পরিচিতি পেলেও জুঁই ছোটবেলায় বাফায় এক বছর নাচ শিখেছিলেন। নাচ নিয়ে কাজ করার ইচ্ছে হয়? সুখবর দিয়ে শেষ করলেন তিনি, ‘রোজার ঈদের পর থেকেই নাচে ফিরবো। এজন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো কিছু কাজের জন্য নিজেকে তৈরি করছি।’

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!