X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হলিউড মিউজিক ভিডিওতে শিনা চৌহান

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০১৮, ১৪:১৮আপডেট : ০১ জুন ২০১৮, ১৬:৪১

শিনা চৌহান হলিউডে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিলেন বিপিএল-সূত্রে বাংলাদেশের বেশ পরিচিত মুখ ভারতীয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা শিনা চৌহান।
‘ফলেন অ্যাঞ্জেল’ শিরোনামের এই গানটি গেয়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সোই ফেবুলাস। লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলভার্ডে মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন মার্কিন অভিনেতা-নির্মাতা জিনো মন্টেসিনোস।
‘ফলেন অ্যাঞ্জেল’ গানটি তৈরি হয়েছিল একটি ছবির জন্য। এর বিষয়বস্তু ছিল একজন নারীর হত্যাকারীকে ঘিরে। কিন্তু পরে ছবিটি আর তৈরি হয়নি। তাই এই গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেন শিল্পী।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে শিনা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত এটি তৈরি হয়েছে। মাদকের কারণে আমাদের ভবিষ্যৎ শিশুদের চরম ক্ষতি হচ্ছে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে সেই বার্তাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
শিনা চৌহান শিনার পাশাপাশি ‘ফলেন অ্যাঞ্জেল’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এমিলি জেমস, প্যাট্রিক লিয়াহি, মিয়া, হামফ্রে মোনটয়া। এছাড়া সোই ফেবুলাস ও নির্মাতা জিনো তো আছেনই।
ভিডিওটি সম্প্রতি সোই ফেবুলাসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
সামাজিক সচেতনতামূলক কাজে বরাবরই আগ্রহ শিনার। তাই ‘ফলেন অ্যাঞ্জেল’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে আনন্দিত তিনি। কয়েক মাস আগে হলিউডের ওয়েব সিরিজ ‘ওয়ার্ডস’-এ দেখা গেছে তাকে।
ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় শিনা চৌহান। তার এই জনপ্রিয়তা তৈরি হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। এরপর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের সংগীতানুষ্ঠানও উপস্থাপনা করেন তিনি। এরপর ‘পিঁপড়াবিদ্যা’ নামের একটি ছবিতেও দেখা গেছে তাকে। সবশেষ গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।
‘ফলেন অ্যাঞ্জেল’ গানের ভিডিও:

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!