X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

সঞ্জয় দত্তের আরেকটি বায়োপিক

বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০১৮, ০০:০০আপডেট : ২১ জুলাই ২০১৮, ০০:০৭

সঞ্জয় দত্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ এখন বক্স অফিস মাতাচ্ছে। তবে অনেকে মনে করেন, তার জীবনের কিছু বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়কে সাদা চোখে দেখানোর চেষ্টা করা হয়েছে এতে। ৫৪ বছর বয়সী এই অভিনেতার সব সত্যি নাকি এতে উঠে আসেনি।

ছবিটি দেখে নির্মাতা রামগোপাল ভার্মারও মন্তব্য একই। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ‘খলনায়ক’ তারকার সত্যিকারের জীবন তুলে ধরবেন বড়পর্দায়। তার ছবির নাম রাখা হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’। মুম্বাই মিরর ট্যাবলয়েডকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ছবিটি নির্মাণে গবেষণার অংশ হিসেবে ইতোমধ্যে সঞ্জয় দত্তের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ও তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন রামগোপাল ভার্মা। তবে নাম ভূমিকায় কাকে নেওয়া হবে কিংবা অন্য কোনও কিছু খোলাসা করেননি তিনি।

ধারণা করা হচ্ছে, সঞ্জয়ের জীবন নিয়ে যেসব প্রশ্নের উত্তর আজও মেলেনি, সেগুলোই প্রাধান্য পাবে নতুন ছবিতে। এর মধ্যে অন্যতম ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা বিস্ফোরণে সঞ্জুর জড়িত থাকা ও একে-৫৬ রাইফেল পাওয়ার প্রসঙ্গ। অপরাধ জগতের হুমকি থাকায় অস্ত্রটি নিয়েছিলেন বলে দাবি ছিল তার। ২০০৭ সালে সন্ত্রাস মামলায় খালাস পান তিনি। তবে বেআইনি অস্ত্র রাখার দায়ে তার ছয় বছরের জেল হয়।

রামগোপাল ভার্মার পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এগুলো হলো ‘দৌড়’ (১৯৯৭) ও ‘অ্যাপার্টমেন্ট’ (২০১২)।

‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুর রাজকুমার হিরানির ‘সঞ্জু’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সঞ্জয় দত্তের মাদকাসক্তি, প্রথম ছবি ‘রকি’ মুক্তির তিন দিন আগে ক্যানসারে মায়ের মৃত্যুতে মানসিক আঘাত পাওয়া, অনেক নারীর সঙ্গে তার রাত্রিযাপন; সবই তুলে ধরা হয়েছে এতে। ছবিটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। এর মধ্যে ৩২৫ কোটি রুপি এসেছে শুধু ভারত থেকেই। দেশটির সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় ‘সঞ্জু’ এখন আছে পাঁচ নম্বরে।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’