X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলছে বিনামূল্যে নাটক দেখার উৎসব

বিনোদন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭

প্রথম দিনের আয়োজননাট্যমঞ্চ হোক আনন্দ উৎস- এ শ্লোগান নিয়ে ৪ সেপ্টেম্বর থেকে জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘আইডিএলসি নাট্য উৎসব ২০১৮’। যেখানে দর্শকরা বিনামূল্যে নাটক দেখার সুযোগ পাচ্ছেন।
প্রথম দিন প্রধান অতিথি হিসেবে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খানসহ অনেকেই।
উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র ‘সাধনা’। যার শৈল্পিক নির্দেশনায় ছিলেন লুবনা মরিয়ম। উদ্বোধনী দিনে ‘হাসনজানের রাজা’ ও ‘দ্য লোয়ার ডেপথস’ মঞ্চায়িত হয়, যা পরিবেশন করে যথাক্রমে ‘প্রাঙ্গণে মোর’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ’।
এছাড়া আরও আটটি দল এ উৎসবে নাটক পরিবেশন করবে। দর্শকনন্দিত এ দলগুলো হলো- ঢাকা পদাতিক, পালাকার, বটতলা, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, থিয়েটার, প্রাচ্যনাট ও নাগরিক নাট্য সম্প্রদায়।
এ নাট্য উৎসবে তারা যথাক্রমে পরিবেশন করবেন ট্রায়াল অব সূর্যসেন, বাংলার মাটি বাংলার জল, ক্রাচের কর্নেল, পঞ্চনারী আখ্যান, দ্য অ্যালকেমিস্ট, মুক্তি, সার্কাস সার্কাস ও ওপেন কাপল।
প্রথম দিনের আয়োজনআইডিএলসির সিইও ও এমডি আরিফ খান বলেন, ‘দায়িত্বশীল ও অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি সবসময়ই দেশের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের  পৃষ্ঠপোষকতায় সচেষ্ট। সেই দায়িত্ববোধ থেকে এবং দেশের প্রতিভাবান শিল্পীদের প্রতি যথাযথ সম্মান জানাতে আমরা এ আয়োজন করেছি।’
মঞ্চনাটক ও নাট্যচর্চার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আইডিএলসি আয়োজিত এ নাট্য উৎসবে উৎসাহী দর্শকগণ ফ্রি অনলাইন টিকিট সংগ্রহের মাধ্যমে অংশগ্রহণ করতে পারছেন।  
আগ্রহী দর্শকগণ http://idlc.com/natyautshob-এ ওয়েবসাইট থেকে নাটকের টিকিট সংগ্রহ করতে পারবেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!