X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

‘হাজীর বিরিয়ানি’ বিতর্ক: সংশ্লিষ্টদের যুক্তি

ওয়ালিউল বিশ্বাস
১৭ অক্টোবর ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২০:২১

গানের দৃশ্যে সিয়াম ‘হাজীর বিরিয়ানি/ মালে ঢাল পানি/ গাঁজা দেরে টানি/ চড়বে নেশা জমবে খেল/ থাকলে আমদানি... মাতাল হয়ে হিসু করব দেয়ালে/শালা যা হবে দেখা যাবে কাল সকালে’
মম-সিয়াম-পূজার মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ সিনেমার গান এটি। নাম ‘হাজীর বিরিয়ানি’। গানটি প্রকাশের পর থেকে গেল ৩ দিনে ফেসবুকজুড়ে তুমুল সমালোচনা চলছে। অনেকের ক্ষোভ, গানে এমন শব্দ ব্যবহার করাটা কতটা সমীচীন? সমালোচনাকারীর তালিকায় সাধারণ দর্শক-শ্রোতা থেকে শুরু করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, গীতিকার-সংগীতশিল্পী শফিক তুহিনসহ রয়েছেন মিডিয়ার বেশিরভাগ মানুষ। তারা প্রত্যেকেই এমন অশালীন কথার গান শুনে বিস্ময় প্রকাশ করেছেন, জানাচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া।
অনেকেই ধারণা করছিলেন, সমালোচনার মুখে পড়ে গানটি সম্ভবত ইউটিউব থেকে নামিয়ে ফেলা হবে, নয়তো আনা হবে কথার কারেকশন। যেমনটা এসেছিল একই ব্যানার থেকে প্রকাশিত নুসরাত-জিতের ‘আল্লাহ মেহেরবান’ গানটিতে।
না, গত ৩ দিনেও ‘হাজীর বিরিয়ানি’তে কোনও পরিবর্তন আসেনি।
বিষয়টি নিয়ে তাহলে কী ভাবছেন ‘দহন’ সংশ্লিষ্টরা? বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ছবিটির পরিচালক রায়হান রাফী ও প্রযোজক আবদুল আজিজের সঙ্গে। দুজনেই স্পষ্ট ভাষায় জানালেন, সমালোচনা হলেও গানটি ইউটিউব থেকে সরানো হচ্ছে না।
কারণ হিসেবে আবদুল আজিজ বলেন, ‘এটি মূলত এই ছবির নায়ককে দর্শকদের কাছে চেনানোর জন্য গান। এ চরিত্রটি অ্যাডিকটেড। বস্তিতে থাকে। সে এভাবেই কথা বলে। এটাই তার লাইফস্টাইল। আর এ কারণে গানটাতে সে এভাবেই এসেছে।’

একই অভিমত জানিয়েছেন ছবির নায়ক সিয়াম আহমেদ।
এদিকে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘অনেকে এমন কথার গানের জন্য দুঃখ পেয়েছেন। তাদের ভালো লাগেনি। আসলে গানটি আমাদেরও ভালো লাগেনি। কেন ভালো লাগছে না? এর কারণটা হলো কিছু শব্দের ব্যবহার। এরমধ্যে আছে ইয়াবা, মদ, গাঁজা, হিসুর মতো শব্দ। আসলে এগুলো তো নেওয়ার মতো বিষয় না। আর এই অনুচিত বিষয়টি তুলে ধরতেই ছবিটি নির্মাণ করা। আমাদের বোঝা দরকার, এটি মাদক-সন্ত্রাসবিরোধী ছবি।’
গানের দৃশ্যে পূজা ও সিয়াম গানটি এভাবে প্রকাশের কারণটাও সবিস্তার ব্যাখ্যা করেছেন এই পরিচালক, ‌‘তুলা নামের যে চরিত্র, তার বেড়ে ওঠা বস্তিতে। সেখানকার বিপজ্জ নক ছেলেদের একজন সে। এ চরিত্র কেমন হতে পারে- এটা ভেবে আমরা বেশ কয়েকটি বস্তিতে ক্যামেরা ফেলেছিলাম। তাদের মাদক সেবন, চলাফেরা, কথাবার্তা বলা, এমনকি এই ছেলেরা কখনও প্রাকৃতিক কাজের জন্য (হিসু) টয়লেটও ব্যবহার করে না। সিয়ামকে তৈরি করার জন্য তাকে কমলাপুর, তেজগাঁও ও টঙ্গির বস্তিতে রাখা হয়েছিল। তিনি কয়েক দিন সেখানে টানা ছিলেন। অনেকটা সময় খরচ করে তার চরিত্রটা আমরা তৈরি করি। এ গানটিতে সেই চরিত্রটিই আনা হয়েছে। আসলে এমন পরিবেশের একটি ছেলে এ ধরনের শব্দ ছাড়া কথাই বলে না। তাই গানটি সচেতনভাবেই এভাবে করেছি আমরা। আমরা চরিত্রটি সামনে আনতে চেয়েছি। হয়তো সিনেমাটা দেখার পর গানটা কারও কাছে অযৌক্তিক মনে হবে না। তারপরও আমি বলতে চাই, আপনারা যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনার আর একটু ধৈর্য নিয়ে সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করুন। ভালো একটি কাজ আমরা করতে যাচ্ছি। আপনাদের নিরাশ করব না।’
গানে অভিনয়ের পাশাপাশি এতে র‌্যাপ অংশটুকু গেয়েছেন সিয়াম নিজেই। পুরান ঢাকার আদলে সেটে দৃশ্যধারণ করা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় এর সুর ও কণ্ঠ দিয়েছেন আকাশ সেন।
গানের ভিডিওর মাত্র দুটি দৃশ্যে এসেছেন ছবির নায়িকা পূজা চেরী।
বিতর্কিত গানটি:

‘দহন’ রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি। এতে দ্বিতীয়বারের মতো সিয়ামের নায়িকা হিসেবে আছেন পূজা। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাকিয়া বারী মম। তাকে সাংবাদিক হিসেবে দেখা যাবে। ছবিটি নির্মিত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’