X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাহরুখের ওপর হামলা ঠেকাতে বাড়তি নিরাপত্তা

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ০০:০৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৪:৪৪

শাহরুখ খান। পাশে অশোকা ছবির দৃশ্য

১৭ বছর আগে বলিউড কিং শাহরুখ খান অভিনয় করেছিলেন ‌অশোকা' চলচ্চিত্রে। ভারতের ওড়িশা রাজ্যের কলিঙ্গ সম্প্রদায় দাবি করে আসছিলেন, ছবিটির মাধ্যমে তাদের সংস্কৃতি ও রাজাকে অপমান করা হয়েছে।

এবার দীর্ঘদিনের পুষে রাখা সেই ক্ষোভের আগুনে ‘ঘি’ পড়েছে এই সুপারস্টারেরর ওড়িশা সফরকে কেন্দ্র করে।

কলিঙ্গ সেনা নামের স্থানীয় একটি সংগঠন ইতোমধ্যে হুমকি দিয়েছে শাহরুখ এলে তার মুখে কালি ছুড়ে মারা হবে। এমনকি দেখানো হবে কালো পতাকা!
বিষয়টি নিয়ে বেশ চিন্তিত রাজ্য পুলিশ। তাই এবার শাহরুখ খানের সফরকে ঘিরে নেওয়া হলো বাড়তি নিরাপত্তা। কোনও দুষ্কৃতিকারী যেন কালি ছুড়ে মারতে না পারে এ জন্য শাহরুখকে ঘিরে দেওয়া হবে বিশেষ নিরাপত্তা।

বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিসিপি ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে বলেন, ‘আমরা যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করছি। শাহরুখ খান আসার আগ থেকে চলে যাওয়া পর্যন্ত বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। কোনোভাবেই যেন অপ্রীতিকর কিছু না ঘটে, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমাদের আছে। ’

আসন্ন হকি বিশ্বকাপের (পুরুষ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ২৭ নভেম্বর ওড়িশার ভুবনেশ্বর স্টেডিয়ামে যাওয়ার কথা শাহরুখের। সেদিনই রাতেই মুম্বাই ফিরবেন এই রোমান্স কিং।
উল্লেখ্য, ‘অশোকা’ ছবিটি রাজা অশোককে ঘিরে। কলিঙ্গ যুদ্ধ ও ধর্মপরায়ণতার কারণে তিনি খ্যাত। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ। তার সঙ্গে প্রেম ও ঘনিষ্ঠ বেশ কিছু দৃশ্যে ছিলেন কারিনা কাপুর। ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ সিভান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!