X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্কার উপস্থাপনা করবেন কেভিন হার্ট

বিনোদন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৯

কেভিন হার্ট হলিউডের ‘রাইড অ্যালং’ কিংবা ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবি দেখে থাকলে কমেডিয়ান-অভিনেতা কেভিন হার্টের রসবোধ কতটা তা বোঝা যায়। তার কাছের লোকজন একটু বেশিই জানেন সেটা। তাই অনেক বছর ধরে তার কাছে প্রশ্ন আসছে অস্কার উপস্থাপনা করবেন কিনা। প্রতিবারই আফ্রিকান-আমেরিকান তারকা একই উত্তর দিয়েছেন, ‘কমেডিয়ান হিসেবে এই কাজটা আমার জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার মতো সুযোগ। ডাক পেলেই অস্কার উপস্থাপনা করবো।’
বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষের কাছ থেকে সেই ডাক পেয়েছেন কেভিন হার্ট। মঙ্গলবার (৪ ডিসেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে ৩৯ বছর বয়সী এই মার্কিন অভিনেতা বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, অস্কার উপস্থাপনের সুযোগ অবশেষে আমার কাছে এসেছে।’
ইনস্টাগ্রামে কেভিন হার্ট আরও লিখেছেন, ‘আমি এখন হাওয়ায় ভাসছি! কারণ, বহুদিন ধরে আমার লক্ষ্যগুলোর মধ্যে অস্কার উপস্থাপনা ছিল অন্যতম। কথা দিচ্ছি, এবারের অস্কারকে স্পেশাল করে তুলবো।’
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে কেভিন হার্টের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে জানিয়েছে, ‘আমাদের নতুন উপস্থাপক।’
অস্কারের গত দুই আসর উপস্থাপনা করেন মার্কিন টকশো সঞ্চালক জিমি কিমেল। তবে টিভিতে দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চিন্তিত অস্কারের আয়োজকরা। ২০১৪ সালে যেখানে আমেরিকায় ৪ কোটি ৩০ লাখ মানুষ অস্কার দেখেছে, গত বছর তা নেমে আসে ২ কোটি ৬৫ লাখের ঘরে।
অস্কার উপস্থাপনা শোবিজের সবচেয়ে মর্যাদাসম্পন্ন কাজগুলোর মধ্যে অন্যতম। তবে একইসঙ্গে কাজটা কঠিন। কারণ, হলিউডের প্রথম সারির তারকারা থাকেন অতিথি সারিতে। আর বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের প্রত্যাশা থাকে উঁচুতে। ফলে কেভিন হার্টের ওপর বিশাল চাপ থাকছে।
কৃষ্ণাঙ্গ তারকাদের মধ্যে এর আগে অস্কার উপস্থাপনা করেছেন ক্রিস রক, হুপি গোল্ডবার্গ ও স্যামি ডেভিস জুনিয়র। এমনিতেই নিজেদের সদস্যদের মধ্যে জাতিগত বৈচিত্র্যের অভাব নিয়ে চাপের মুখে রয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। সেই চাপ কিছুটা কমাতে নির্বাচন করা হলো কৃষ্ণাঙ্গ তারকা কেভিন হার্টকে।
২০১৯ সালের ২২ জানুয়ারি ঘোষণা করা হবে ৯২তম অস্কারের মনোনয়ন তালিকা। এরপর ২৪ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯১তম অস্কারের জমকালো আসর।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!