X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিজান-অপর্ণার ‘একটি কৃতজ্ঞতাপত্র’

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০৬

নাটকের শুটিংয়ে অপর্ণা, মামুনুর রশীদ ও মাজনুন মিজান একটি কৃতজ্ঞতাপত্র। এটা বিশেষ একটি নাটকের নাম। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিটিভির জন্য নাটকটি লিখেছেন সাংবাদিক রেজানুর রহমান। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।
বিশেষ এই কাজটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।
এর মধ্যে অপর্ণা ও মাজনুন মিজান এখন অবস্থান করছেন দূর যুক্তরাজ্যে। ১২ ডিসেম্বর থেকে সেখানে ফাখরুল আরেফিন খানের সিনেমা ‘গণ্ডি’র কাজে অংশ নিয়েছেন দুজনে। তবে তার আগে তারা শেষ করে গেছেন বিটিভির বিশেষ নাটক ‘একটি কৃতজ্ঞতাপত্র’।   
যুক্তরাজ্য থেকে মাজনুন মিজান এই কাজটি সম্পর্কে জানান, ‘অসাধারণ গল্পের একটা কাজ করলাম। যদিও নাটকটি সম্প্রচারের সময় দেখা হবে না। তবে ভালো লাগছে এই ভেবে, একজন মুক্তিযোদ্ধার গল্পে অংশ নিতে পেরে।’   
নাটকটির গল্প প্রসঙ্গে তার বয়ান এমন- বিদেশে বড় হয়ে ওঠা এক তরুণী বাবা-মায়ের সঙ্গে দেশে এসে একজন মুক্তিযোদ্ধাকে দেখার ইচ্ছে পোষণ করে। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে চায় সে। ঘটনাক্রমে মেয়েটি তার এক বান্ধবীর সঙ্গে গ্রামে যায়। সেখানেই দেখা হয় একজন মুক্তিযোদ্ধার সাথে।
তারপর ঘটতে থাকে একের পর এক বিব্রতকর ও বিস্ময়কর নানা ঘটনা।
মহান বিজয়ের মাস উপলক্ষে বিটিভির এই বিশেষ নাটকটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, সিলভিয়া প্রমুখ।
নাটকটি আজ, ১৫ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচার হবে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!