X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একদিনেই এক মিলিয়ন ভিউ!

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৪

ইমরান ও সাফা ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ইমরান মাহমুদুল ও সাফা কবিরের নতুন গানচিত্র ‘আমার কাছে তুমি অন্যরকম’।
প্রকাশের পর থেকে এটি ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বিশেষ করে গাওয়ার পাশাপাশি ভিডিওর গল্পে ইমরানের অভিনয় এবং ভয়ঙ্কর পরিণতি দাগ কাটে দর্শক-শ্রোতাদের মনে।
সেই সূত্রে ‘আমার কাছে তুমি অন্যরকম’ গানচিত্রটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র একদিনে অতিক্রম করে এক মিলিয়ন ভিউয়ের ঘর! যা সচরাচর ঘটতে দেখা যায় না।
একদিনেই মিলিয়ন ভিউ অতিক্রম করা প্রসঙ্গে ইমরান বললেন, ‘এটা সত্যিই ভালো লাগার মতো একটি বিষয়। আমাদের টিমের তৈরি আগের গানটিও (এমন একটা তুমি চাই) এমনই সফলতা পায়। এবারও তা-ই ঘটছে। নতুন গানটি একদিনে শুধু এক মিলিয়ন ভিউই হয়নি, একইসঙ্গে ৩৫ হাজার লাইকও পেয়েছে শুধু সিএমভি’র ইউটিউব চ্যানেলে। আর গানটি শেয়ারের সংখ্যা তো গুনে শেষ করা যাবে না। সব মিলিয়ে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ সবার কাছে।’
ঠিক এক বছর আগে (৫ ফেব্রুয়ারি ২০১৮) প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের ‘এমন একটা তুমি চাই’। সে বছরের অন্যতম সফল মিউজিক ভিডিও ছিল এটি। একই জুটিকে নিয়ে সিএমভি’র ব্যানারে এ বছর একই তারিখে (৫ ফেব্রুয়ারি ২০১৯) প্রকাশ হয় ‘আমার কাছে তুমি অন্যরকম’।
প্রথম গানটির মতো এই গানটিও লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন ইমরান-সাফা কবির আর গল্পের বুননে ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

আমার কাছে তুমি অন্যরকম:

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া