X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পৌঁছালো বাপ্পা-সুস্মিতার বিশেষ ‘চিঠি’

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭

অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিস গতকাল (৮ ফেব্রুয়ারি) রাতে শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছালো বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিসের একটি বিশেষ চিঠি। যে চিঠির জন্য রাজধানীর অভিজাত এক রেস্তোরাঁয় বসেছে তারার মেলাও।
নজরুলসংগীতশিল্পী সুস্মিতা আনিস ও আধুনিক ঘরানার বাপ্পা মজুমদারের গাওয়া এই গানটির নাম ‘মেঘের চিঠি’। এটি প্রকাশনা উৎসবে এসেছেন সংগীতশিল্পী হামিন আহমেদ, শাফিন আহমেদ, অর্ণব, কণা, মিনারসহ অনেকেই।
‘মেঘের চিঠি পাঠিয়ে দিলাম তোমার ঠিকানায়’ এমন কথায় গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার নিজেই।
অনুষ্ঠানের শুরুতে ‘মেঘের চিঠি’র ভিডিও দেখানো হয় প্রজেক্টরে। করতালির হিসেবে, মুগ্ধ হন উপস্থিত সবাই।
অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিসের সঙ্গে অতিথিরা গানটি নিয়ে আশাবাদী সুস্মিতা আনিসও। বিনয়ী কণ্ঠে তিনি বললেন, ‘গানটি নিয়ে প্রথমে ভাবনা ছিল সাধারণ। কিন্তু যখন ফাইনাল ভার্সনটা শুনলাম, তখন মনে হলো না গানটি নিয়ে আরও ভালো কিছু করা প্রয়োজন। সেই ভাবনা থেকে ভিডিওটি নির্মাণ। বাপ্পা দা গুণী শিল্পী, তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ। শ্রোতারা শুনলে হতাশ হবেন না, এইটুকু বলতে পারি।’
গানটির ভিডিওটি নির্মাণ করেছেন চ্যানেল নাইন-এর অনুষ্ঠান প্রধান তানভীর খান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে মডেলও হয়েছেন শিল্পীদ্বয়।
গানচিত্রটি প্রকাশ হয়েছে নিউ মিউজিক কোম্পানির ব্যানারে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।
মেঘের চিঠি:

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’