X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাবে ২০২১ সালের ১৭ মার্চের আগেই

বিনোদন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ০০:০৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৬:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্যাম বেনেগাল (ছবি: পিআইডি) ২০২১ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এর আগেই তার বায়োপিক মুক্তি পাবে বলে জানিয়েছেন ভারতের বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বুধবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একই তথ্য জানান ৮৪ বছর বয়সী এই নির্মাতা।

শ্যাম বেনেগাল বলেন, ‘২০২১ সালের ১৭ মার্চ মুজিব বর্ষ শেষের আগেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন নিয়ে ছবিটি নির্মিত হবে।’ 

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জীবন নিয়ে ছবি নির্মাণ করা গর্বের মনে করছেন শ্যাম বেনেগাল। তার ভাষ্য, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ছবির কাজ করতে গিয়ে তা আরও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বসম্পন্ন বড়মাপের জাতীয় নেতার জীবন নিয়ে ছবির কাজ সততার সঙ্গে করতে চাই।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মুজিব বর্ষ পালনের জন্য সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। শ্যাম বেনেগালকে তিনি স্মারক উপহার দেন। 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে স্মারক উপহার পেয়েছেন শ্যাম বেনেগাল (ছবি: পিআইডি) মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়। তখন দুই দেশের সরকার মিলে শ্যাম বেনেগালকে এটি তৈরির দায়িত্ব দেয়। জাতির পিতার ওপর সিনেমা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে মুক্তি পাবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বানানো নিয়ে কথা বলতে গত ১ এপ্রিল রাতে ঢাকায় আসেন শ্যাম বেনেগাল। এর পরদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গিয়েছিলেন তিনি। সেখানে এ সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন বর্ষীয়ান এই পরিচালক। তার কথায়, ‘সবার টিমওয়ার্কে একটি চলচ্চিত্র তৈরি হয়। বাংলাদেশি মেধাবীরা ছবিটির সঙ্গে যুক্ত হবেন। এ দেশেই এর দৃশ্যধারণ করবো। এখানে কী ধরনের সুবিধা পাবো তা দেখতে এসেছি।’

গাজীপুরের শফিপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতেও যাবেন শ্যাম বেনেগাল। সেখানে ছবিটির শুটিং করা যাবে কিনা তা ঘুরে দেখবেন তিনি।

বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য ইতোমধ্যে বাংলাদেশ ও ভারত থেকে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক।

সূত্র: বাসস

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন