X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

স্বর্ণ পামের জন্য মঞ্চ প্রস্তুত, পর্দা নামছে কানের

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৫ মে ২০১৯, ২২:৩৬আপডেট : ২৫ মে ২০১৯, ২২:৩৮

স্বর্ণ পামের জন্য মঞ্চ প্রস্তুত, পর্দা নামছে কানের

দক্ষিণ ফ্রান্সের কানে পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের থিয়েটারের মঞ্চ প্রস্তুত। শুরু হয়ে গেছে লালগালিচার আনুষ্ঠানিকতা। শনিবার (২৫ মে) শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) শুরু হবে কান উৎসবের ৭২তম আসরের সমাপনী। উদ্বোধনী অনুষ্ঠানের মতো এটি উপস্থাপনা করবেন ফরাসি অভিনেতা এদুয়ার্দ বেয়া।

মূল প্রতিযোগিতা বিভাগের ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণ পামসহ বিভিন্ন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, চীনা অভিনেত্রী জ্যাঙ জিয়ি, আমেরিকান-ডেনিশ অভিনেতা ভিগো মর্টেনসেন, ফরাসি অভিনেতা রেদা কাতেব, আঁ সাঁর্তে রিগার বিভাগের বিচারকদের সভাপতি লেবানিজ নির্মাতা নাদিন লাবাকি, ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ, ভ্যালেরিয়া ব্রুনি-তেদেশি, মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল, আমেরিকান নির্মাতা মাইকেল মুর। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম দেবেন এই বিভাগের বিচারকদের প্রধান ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিস। আর ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার দেবেন এই শাখার বিচারকদের সভাপতি রীতি পান। এবার মোট ২৬টি ছবি প্রতিযোগিতা করছে এই বিভাগে। 

প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর নেতৃত্বে থাকছেন আমেরিকান অভিনেত্রী এল ফ্যানিং, সেনেগালের অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড, ইতালিয়ান নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচার, গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, পোল্যান্ডের পরিচালক পাওয়েল পাওলিকস্কি, ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল। তারা একে একে মঞ্চে আসবেন। 

পুরস্কার বিতরণী শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ লাস্ট্র স্ক্রিনিং হিসেবে দেখানো হবে অলিভিয়ে নাকাশ ও এরিক তোলেদানো পরিচালিত ‘দ্য স্পেশালস’। 

সমাপনী অনুষ্ঠান দেখতে পারবেন কেবল আমন্ত্রিত অতিথিরা। তবে সাংবাদিকদের তা না পেলেও অসুবিধা নেই, প্রেস কনফারেন্স রুমে বড়পর্দায় উপভোগ করা যাবে অনুষ্ঠানটি। এছাড়া ক্যানাল প্লাস টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে সমাপনী আয়োজন। সাধারণ দর্শকদের জন্য পালে দে ফেস্তিভাল ভবনের বাইরে বড় পর্দায় অনুষ্ঠান দেখার সুযোগ রাখছে আয়োজকরা। 

বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান শেষে কানের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় বিচারকরা যাবেন সংবাদ সম্মেলন কক্ষে। তাদের সংবাদ সম্মেলন শেষে রাত সোয়া ৯টা থেকে একে একে সাংবাদিকদের সামনে হাজির হবেন বিজয়ীরা।
এদিকে শনিবার সারাদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের দেখানো হয় গত ১১ দিনে প্রদর্শিত মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবি। সাল দুবুসিতে সকাল সাড়ে ৮টায় লাজ লি পরিচালিত ‘লা মিজারেবলস’, সকাল পৌনে ১১টায় ডিয়াও ইনানের ‘দ্য ওয়াইল্ড গুজ লেক’, দুপুর ১টায় বন জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’ ও বিকাল পৌনে ৪টায় ছিল সেলিন সিয়ামার ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’।

সাল বুনুয়েলে সকাল সাড়ে ৮টায় আইরা সাকসের ‘ফ্রাঙ্কি’, সকাল সাড়ে ১০টায় ক্লেবার মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেস পরিচালিত ‘বাকুরাউ’, দুপুর সোয়া ১টায় কর্নেলিউ পরমবয়ুর ‘দ্য হুইজলারস’, বিকাল সোয়া ৩টায় আহনু দিপ্লিশাঁর ‘ওহ মার্সি!’, সন্ধ্যা পৌনে ৬টায় জাস্টিন ত্রিয়েতের ‘সিবল’, রাত ৮টায় জ্যঁ-পিয়ের ও লুক দারদেনের ‘ইয়াং আহমেদ’ আর ১০টায় ইলিয়া সুলেমানের ‘ইট মাস্ট বি হ্যাভেন’।

সাল দ্যু সসানতিয়েমে সকাল সাড়ে ৮টায় পেদ্রো আলমোদোভারের ‘পেইন অ্যান্ড গ্লোরি’, সকাল ১১টায় মার্কো বেলোচ্চিও পরিচালিত ‘দ্য ট্রেইটর’, দুপুর পৌনে ২টায় টেরেন্স মালিকের ‘অ্যা হিডেন লাইফ’। 

সাল বাজিনে সকাল সাড়ে ৮টায় কেন লোচের ‘সরি উই মিসড ইউ’, সকাল ১১টায় মাতি দিওপের ‘আটলান্টিক’, দুপুর সোয়া ১টায় আবদেল লতিফ কেশিশের ‘মেকতুব, মাই লাভ: ইন্টারমেজো’, বিকাল সোয়া ৫টায় হাভিয়ার দোলানের ‘ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম’, রাত পৌনে ৮টায় জেসিকা হজনারের ‘লিটল জো’ ও রাত ১১টায় জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’।

সিনেমা ডি লা প্লাজে রাত সাড়ে ৯টায় ম্যাসি সৈকতে খোলা আকাশের নিচে দেখানো হবে অলিভার স্টোন পরিচালিত ‘দ্য ডোরস’।


/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
কান উৎসবে ছবি নিয়ে যাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
কান উৎসবে ছবি নিয়ে যাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
বিনোদন বিভাগের সর্বশেষ
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা