X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অসুস্থতার পর গানে আলাউদ্দিন আলী

ওয়ালিউল মুক্তা
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৮

আলাউদ্দিন আলী... গত বছরের ২০ জুন। চিকিৎসকের প্রতিবেদন এলো, দেশের বর্ষীয়ান সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর অবস্থা ভালো নয়। ফুসফুসে গুরুতর সমস্যা। যেতে হবে দেশের বাইরে।
এরপর ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। চলেছে কেমো ও রেডিয়েশন থেরাপি। এখন তিনি বেশ সুস্থ। তাই ফিরলেন নিজের খুব পরিচিত জায়গায়।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ সুরকার ও সংগীত পরিচালক চলচ্চিত্রের জন্য নতুন গানের সংগীত পরিচালনা করেছেন।
আলাউদ্দিন আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তো বলা সম্ভব নয়; তবে আমার মনে হয়, আমি ৯০ ভাগ সুস্থ হয়ে উঠেছি। তাই আবার ধীরে ধীরে কাজে ফিরছি। চলচ্চিত্রের জন্য নতুন এ কাজটি করলাম।’
‘মাটির ঘরে চাঁদ নেমেছে’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রুনা লায়লা ও সুবীর নন্দী। গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এটি ব্যবহার হবে শাহ মোঃ সংগ্রাম পরিচালিত  ‘বাসর হবে মাটির ঘরে’ ছবিতে।
আলাউদ্দিন আলী বলেন, ‘হক ভাই (সৈয়দ শামসুল হক) বেশ ব্যস্ত। দ্রুত তিনি এটি পাঠিয়েছেন। গানটিও ভালো হয়েছে। সামনে মাসে ব্যাংকক যাচ্ছি। সেখান থেকে ফিরে নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হব।’
তিনি তার পুরনো কালজয়ী বেশ কিছু গান ও নতুন শিল্পীদের নিয়ে অ্যালবামের কাজ করছেন। এছাড়াও আবহ সংগীতের কাজেও তাকে আবার দেখা যাবে শিগগিরই।
গুণী এ শিল্পী জানালেন, মার্চের ৬ তারিখে ব্যাংককে স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে চেকআপের জন্য যাচ্ছেন তিনি। অসুস্থ হওয়ার পর তিনি সেখানেই চিকিৎসা নিয়ে আসছেন। নতুন গানের রেকর্ডিংয়ে শিল্পীরা

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’