behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

ঐ যে সিটি বাজলো...

বিনোদন রিপোর্ট১৫:৫১, মার্চ ২০, ২০১৬

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজ শুরুর আগে একটা সাইরেন বাজে। স্থানীয়ভাবে যাকে বলা হয় কারখানার সিটি। ঐ যে সিটি বাজলো... এবার কারখানার কাজ শুরু হয়ে যাবে।

‘সাইরেন’ এর দৃশ্যে শাহাদাৎ হোসেন ও দিলরুবা সাথী।ঢাকা থেকে একটি এনজিওর কাজে সৈয়দপুরে বেড়াতে আসা জয়া নামের এক প্রবাসী তরুণী কারখানার এই সাইরেন শুনে হঠাৎ করেই যেন বদলে যায়। সাইরেন, রেলগাড়ি চলার শব্দের মাঝেই সে যেন তার অতীত ইতিহাসকে খুঁজে পায়। মহান স্বাধীনতা আন্দোলনকে ঘিরে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ায় জয়া।

এই বিশেষ টেলিছবিতে মহান স্বাধীনতা আন্দোলন এবং বর্তমান সময়কালের প্রাসঙ্গিক অনেক ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টেলিছবিটি দেখার সময় দর্শক অনেক প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার তাড়না অনুভব করবেন। এমনটাই মনে করেন ‘সাইরেন’ নাট্যকার ও নির্মাতা রেজানুর রহমান।

টেলিছবির দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা শাহাদাৎ হোসেন ও জনপ্রিয় টিভি উপস্থাপক অভিনেত্রী দিলরুবা সাথী। তাদের সঙ্গে আরও রয়েছেন মাহবুবা রেজানুর, সুকর্ন হাসান, মিন্টু সরদারসহ সৈয়দপুরের বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিককর্মী।

টেলিছবিটি ২৫ মার্চ শুক্রবার বিকাল ৫টা ২০মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

‘সাইরেন’ এর দৃশ্যে সাথী, শাহাদাৎ ও মাহবুবা রেজানুর।/এস/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ