X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কিউবায় রোলিং স্টোনস’র ঐতিহাসিক কনসার্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৮:১০আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১২:৪৫

বিমান থেকে কিউবায় নামছেন রোলিং স্টোনস সদস্যরা। কিউবায় অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ ব্যান্ড রোলিং স্টোনস এর ঐতিহাসিক কনসার্ট। শুক্রবার (২৫ মার্চ) প্রায় ৫ লাখ কিউবান একযোগে উপভোগ করেছেন উন্মুক্ত স্থানে আয়োজিত ও বিনামূল্যে প্রদর্শিত এ কনসার্ট।

কনসার্টটিকে ঐতিহাসিক অভিধায় ভূষিত করার কারণ, কিউবার প্রাক্তন শাসক ফিদেল ক্যাস্ট্রো একসময় ‘বিটলস’ ও ‘রোলিং স্টোনস’কে নিষিদ্ধ করেছিলেন কিউবার মানুষের জন্য। কেননা, তার মতে- এই ব্যান্ডগুলো মার্কিন মতাদর্শ ধারণ করে।

ঐতিহাসিক এ কনসার্টে অংশ নেন রোলিং স্টোনের প্রধান ব্যক্তি মিক জ্যাগার, গিটারিস্ট কেইথ রিচার্ড, ড্রামার চার্লি ওয়াটস ও গিটারিস্ট রনি উডস। ভক্তরা প্রায় ১৮ ঘণ্টা আগে থেকে হাভানার স্পোর্টস সিটিতে আয়োজিত এই কনসার্ট দেখার জন্য কিউবার বিভিন্ন অংশ থেকে এসে সমবেত হতে থাকেন। কনসার্টে গায়করা স্প্যানিশ ভাষায় দর্শক-শ্রোতাদের সঙ্গে কথা বলেন। 
কিউবার মঞ্চে রোলিং স্টোনস সদস্যরা:

এই কনসার্ট সম্পর্কে জ্যাগার সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘আমরা জানি একসময় কিউবায় আমাদের গান শোনা কঠিন ছিল। কিন্তু এখন আমরা এখানে এসে বাজাতে পারছি। সময় বদলাচ্ছে।’

এ ছাড়াও দলের টুইটার অ্যাকাউন্ট থেকে কিউবার শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে পোস্ট দেন রোলিং স্টোনস’র সদস্যরা। তারা লেখেন, ‘মনে রাখার মতো অসাধারণ কনসার্টের জন্য কিউবাকে ধন্যবাদ।’

সূত্র- দ্য বিলবোর্ড, রয়টার্স

/ইউআর/এমএম/     

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!