behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

নির্মাতা খোকনের কুলখানি বৃহস্পতিবার

বিনোদন রিপোর্ট১৭:৪৮, এপ্রিল ০৪, ২০১৬


শহীদুল ইসলাম খোকনগুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের কুলখানি হবে আগামী বৃহস্পতিবার। এদিন প্রয়াতর উত্তরার বাসায় বাদ আছর এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে হৃদয়।
এর পরদিন বাদ জুমা চ্যানেল আইতে তার দ্বিতীয় কুলখানি হবে।
এদিকে বিএফডিসিতে মরহুমের দ্বিতীয় জানাজা শেষ হয়েছে বিকাল ৫টা ২৪ মিনিটে। সেখানে তাকে শেষবিদায় জানাতে জড়ো হন দীর্ঘদিনের সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন এটিএম শামসুজ্জামান, গাজী মাজহারুল আনোয়ার, ফরিদুর রেজা সাগর, সোহেল রানা, কাজী হায়ৎ, আমজাদ হোসেন, আনোয়ারা, আলমগীর, মুশফিকুর রহমান গুলজার, সোহনুর রহমান সোহান, রুবেল, আলী রাজ, মিজু আহমেদ, জুলফিকার রাসেল, আব্দুর রহমান, মিল্টন খন্দকার, ওমর সানী, ড্যানি, সাইমনসহ অনেকে। এছাড়াও ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এদিকে বিএফডিসেতে তার দ্বিতীয় জানাজা শেষে উত্তরায় সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।শেষবিদায়ে খোকন

/এম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ