X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা শরণার্থী নয়, সুপ্রিম কোর্টকে ভারত সরকার

রক্তিম দাশ
২০ মার্চ ২০২৪, ১৮:৩০আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৮:৩০

বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গারা শরণার্থী নয়। তাদের দেশ থেকে তাড়ানো হবে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সাফ জানাল ভারত সরকার। সিএএ আর এনআরসির বির্তকে দেশটি যখন উত্তাল ঠিক তখনই এমন বক্তব্য দিলো মোদি সরকার। সরকারের এমন বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

দেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া রোহিঙ্গাদের মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন প্রিয়ালি সুর। এরপ্রেক্ষিতে কেন্দ্র বলেছে, যারা অবৈধভাবে দেশে ঢুকেছে তাদের বিরুদ্ধে বিদেশি অনুপ্রবেশ দমন সংক্রান্ত আইনে মামলা হবে। এই মামলায় সুপ্রিমকোর্টে দেওয়া মোদি সরকারের হলফনামায় বলেছে, ‘রোহিঙ্গাদের এদেশে বসবাসের কোনও মৌলিক অধিকার নেই। তাই তাদের ভারতে স্থায়ী বসবাসের অধিকার দেওয়ারও কোনও প্রশ্ন নেই।’

কেন্দ্র সরকার সাফ জানিয়েছে, জাতিসংঘের ইউএনএইচসিআরের শরণার্থী পুনর্বাসন নীতিকে মানে না ভারত। কেননা, এই নীতিতে রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে। তাই তাদের শরণার্থীর মর্যাদা দিতে পৃথক কোনও শ্রেণি গঠনের জন্য আইনবিভাগ কিংবা নীতি নির্ধারক কমিটিকে নির্দেশ দেওয়া উচিত হবে না। ভারতীয় সংবিধানের ২১ ধারা অনুযায়ী একজন বিদেশি নাগরিকের জীবন ও স্বাধীনতার অধিকার থাকলেও এখানে স্থায়ীভাবে বসবাস অধিকার শুধু ভারতীয় নাগরিকদের জন্য।

এই হলফনামায় দেশের নিরাপত্তার প্রশ্ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মোদি সরকার। এতে বলা হয়েছে, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা গেছে, এসব অবৈধ রোহিঙ্গাদের অনেকেই এদেশে ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছে। মানবপাচার গোটা দেশ জুড়ে চলছে। ফলে দেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের নিরাপত্তার প্রশ্নে রোহিঙ্গা মুসলিমদের ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ এবং তাদের বসবাস করা সম্পূর্ণভাবে বেআইনি। শুধু তাই নয়, দেশের সুরক্ষার ক্ষেত্রেও তা বিপজ্জনক।

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে ভারতে ব্যাপকহারে রোহিঙ্গা ঢুকে পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে তা দেশের সুরক্ষার জন্যে ক্রমশ বিপদ ডেকে আনবে।

এই মামলায় রোহিঙ্গাদের সঙ্গে তিব্বত ও শ্রীলঙ্কা থেকে আসা শরণার্থীর মতো ব্যবহারের আর্জি খারিজ করে কেন্দ্র বলেছে, ‘কাদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়া হবে তা সম্পূর্ণ ও নির্ভেজাল নীতিগত সিদ্ধান্ত। আইনসভার বাইরে শরণার্থী ও অনুপ্রবেশকারী হিসেবে বিভাজনের স্বীকৃতি বা অস্বীকৃতি বিচারবিভাগের নির্দেশের উপর নির্ভর করা উচিত নয়। সাংবিধানিক সমতার অধিকার বিদেশি কিংবা বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য প্রযোজ্য নয়।’

বর্তমানে ভারতে ইউএনএইচসিআরের স্বীকৃত ১৬ হাজার রোহিঙ্গা রয়েছেন। তবে কেন্দ্রীয় সরকারের অনুমান, এ সংখ্যা প্রায় ৪০ হাজার। তারা পশ্চিমবঙ্গসহ ভারতের মোট ১২টি রাজ্যে  আশ্রয় নিয়েছেন। ২০২১ সালে ভারতের রাজ্যসভায় সাংসদ অনিল দেশাইয়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, আসাম, কর্ণাটক, কেরালা ও পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা রয়েছেন। তারা বেআইনি ও অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। কতজন রোহিঙ্গা ওই সব রাজ্যে বসবাস করছেন, তার সঠিক কোনও তথ্য তাদের কাছে নেই।

২০১৭ সালে এমনই একটি আবেদনের ভিত্তিতে মোদি সরকার সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছিল, ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন এবং তাদের কারণে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জাতীয় স্বার্থে এসব শরণার্থীদের নিজ দেশে, অর্থাৎ মিয়ানমারে ফিরিয়ে দিতে চায় ভারত সরকার।

ওই হলফনামায় আরও বলা হয়েছিল, ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর যোগসাজশ রয়েছে, যেটি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি। ১৭ পৃষ্ঠার ওই হলফনামায় রোহিঙ্গা-জঙ্গি সংযোগের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছিল। এতে আরও বলা হয়, ‘বৌদ্ধ ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকদের ওপর মৌলবাদী রোহিঙ্গাদের হামলার আশঙ্কা রয়েছে।’

/এএকে/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে