X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ২৩:৫৮আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২৩:৫৮

বিরল সূর্যগ্রহণ দেখতে কানাডার নায়াগ্রা জলপ্রপাতে ১০ লাখ দর্শনার্থী আসতে পারেন। এমনটিই ধারণা করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ এপ্রিলের বিরল পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা ধারণা করছেন, ঐতিহ্যবাহী ট্রেন ভ্রমণে জনপ্রতি খরচ পড়বে ৪ হাজার ডলার। প্রতিরাতের জন্য হোটেল রুম ভাড়া পড়বে এক হাজার ৬০০ ডলার।

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত জলপ্রপাতটি সূর্যগ্রহণের পথে পড়েছে।  তাই অনেকেই আগে থেকে হোটেল ভাড়া করে রেখেছেন।

চাহিদার কারণেই হোটেলের দাম বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারণ শেষ মুহূর্তে অনেকেই রুম ভাড়া করবেন।

সূর্যগ্রহণের সময় জলপ্রপাতের দুই পাশে থাকা অন্টারিও ও নিউ ইয়র্ক ব্যস্ত হয়ে পড়বে। সূর্যগ্রহণ দেখতে  দর্শণার্থীদের উপস্থিতি কথা বিবেচনায় রেখে উভয় পাশেই বিশেষ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

অনেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে সূর্যগ্রহণ দেখতে আসার পরিকল্পনা করছেন। সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে ফেলবে। কানাডায় ১৯৭৯ সালের পর এটিই প্রথম পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ হবে। আবার এই ধরনের ঘটনা ২০৪৪ সালে দেখা যেতে পারে।

নায়াগ্রা জলপ্রপাতের শহর অন্টারিওর মেয়র জিম ডিওডাটি ভবিষ্যদ্বাণী করে বলেন, এই সূর্যগ্রহণের জন্য কানাডায় সবচেয়ে বেশি পর্যটক ভিড় করবেন। তিনি অনুমান করে বলেন, এবার এখানে ১০ লাখ মানুষ আসবেন। যেখানে পুরো বছরের আসেন ১৪ লাখ মানুষ। আমি এই দৃশ্যের জন্য অপেক্ষা করছি।

এদিকে, আঞ্চলিক পর্যটন প্রমোশনাল এজেন্সি ডেস্টিনেশন নায়াগ্রা ইউএসএ-এর প্রেসিডেন্ট ও সিইও জন পার্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সূর্য গ্রহণের এই ঘটনায় নায়াগ্রা জলপ্রপাতের মার্কিন প্রান্তে সবচেয়ে বেশি দর্শক আসবেন।

নায়াগ্রা ফলস ট্যুরিজমের প্রেসিডেন্ট ও সিইও জেনিস থমসনের মতে, বেশিরভাগ হোটেলের রুম বুক করা হয়ে গেছে। দামও স্বাভাবিকের চেয়ে বেশি।

অনেক হোটেল কক্ষের দাম প্রতি রাতে জন্য এক হাজার কানাডিয়ান ডলার বা তারও বেশি নেওয়া হচ্ছে। জলপ্রপাতের দৃশ্য দেখার জন্য খরচ দুই হাজার ২০০ কানাডিয়ান ডলারে পৌঁছেছে।

ওই অঞ্চলের বাসস্থান পরিষেবার দেওয়া তথ্য অনুসারে, নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা-অন-দ্য-লেক ও সেন্ট ক্যাথারিন্সের মিউনিসিপ্যালিটিগুলোতে সবচেয়ে বেশি রুম বুক করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই