X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পুতিনের চীন সফরের বিষয়ে যা জানা গেলো

আন্তর্জাতিক দেশ
১৯ মার্চ ২০২৪, ২০:৩০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০:৩০

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করার জন্য মে মাসে চীন সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট পদে নতুন মেয়াদের পর এটিই হতে যাচ্ছে পুতিনের প্রথম বিদেশি সফর। বিষয়টির সঙ্গে পরিচিত পাঁচটি সূত্র এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার পুতিনের পুনর্নির্বাচনকে অন্যায্য ও অগণতান্ত্রিক বলে নিন্দা করেছে পশ্চিমা নেতারা। তবে শাসনের মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর জন্য প্রবীণ এই নেতাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত এবং উত্তর কোরিয়া।

পুতিনের জয় নিয়ে এই বিপরীতমুখী প্রতিক্রিয়া দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর সময় বিস্তৃত হওয়া ভূরাজনৈতিক ফাটলকে নির্দেশ করছে। শীতল যুদ্ধের সমাপ্তির পর থেকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গভীরতম সংকটের সূত্রপাত করেছে এই যুদ্ধ।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘পুতিন চীন সফরে যাবেন।’

তার দেওয়া তথ্যটির বিষয়ে বিস্তারিত ও স্বাধীনভাবে আরও চারটি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে রয়টার্স। তারাও নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

তাদের মধ্যে আরেকটি সূত্র বলেছেন, পুতিনের এই চীন সফর সম্ভবত মে মাসের দ্বিতীয়ার্ধে হবে। দুটি সূত্র বলছেন, শি জিনপিংয়ের পরিকল্পিত ইউরোপ সফরের আগে চীন সফর করবেন পুতিন।

এ বিষয়ে রুশ কর্র্তপকক্ষকে জিজ্ঞাসা করা হলে রয়টার্সকে বলা হয়, সময় ঘনিয়ে এলে পুতিনের সফরের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।

সাংবাদিকদের রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এই মুহূর্তে বেশ কয়েকটি প্রেসিডেন্ট সফর এবং উচ্চ-পর্যায়ের যোগাযোগের প্রস্তুতি চলছে। সময় হলে আমরা সঙ্গে সঙ্গেই আপনাদেরকে জানাব।’

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মন্তব্য করার অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও জবাব পায়নি রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে, ইউক্রেন আক্রমণ করার কয়েকদিন আগে বেইজিং সফর করেছিলেন পুতিন। তখন রাশিয়ার সঙ্গে ‘সীমাহীন’ অংশীদারিত্বের ঘোষণা করেছিল চীন। সোমবার সেই অংশীদারিত্বের প্রতিশ্রুতি প্রচারে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই