X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘রাশিয়াকে ছাড়া ইউক্রেনে শান্তি আলোচনা ব্যর্থ হবে’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৪:৪০আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪:৪০

রাশিয়াকে ছাড়া ইউক্রেনের শান্তি আলোচনা ব্যর্থ হবে। মঙ্গলবার (২৬ মার্চ) প্রকাশিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেনে যেকোনও ধরনের বৈশ্বিক শান্তি সম্মেলন অযৌক্তিকএবং তা ব্যর্থ হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নিউজ আউটলেট আরগুমেন্টি ফ্যাক্টিকে পেসকভ বলেছেন, পশ্চিমাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেনের বিরুদ্ধে দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনার একদিন আগে বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। তখন পেসকভ বলেছিলেন, ‘রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই কি ইউক্রেনের সমস্যা সমাধান করা যেতে পারে? এ প্রশ্নের উত্তর একদম পরিষ্কার- না। তা পারে না।’

এ বিষয়ে তিনি বলেন, ‘কেননা সম্মিলিত পশ্চিমাদের হাতের একটি হাতিয়ারে পরিণত হয়েছে ইউক্রেন। তাই তাদের মনে হয়, দেশটিকে ব্যবহার করে তারা রাশিয়াকে সংযত করতে, রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে এবং উন্নয়নের প্রান্তে থাকা এই দেশকে পরিত্যাগ করে একঘরে করতে পারবে।’

একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের শুরুর দিকে এই বৈঠকের আয়োজক হওয়ার কথা জানিয়েছিল সুইজারল্যান্ড। এ নিয়ে এখন একটি তারিখ ঘোষণা করাসহ বিস্তারিত আলোচনা হচ্ছে।

তবে ইতোমধ্যেই ইউক্রেনের এই শান্তি পরিকল্পনাকে অকার্যকর বলে নিন্দা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শান্তি আলোচনার মধ্যে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং ২০১৪ সালে রাশিয়া কর্তৃক দখল করা ক্রিমিয়াসহ ইউক্রেনের ১৯৯১ সালের সীমান্ত পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছিল।

পেসকভ পুনর্ব্যক্ত করেছেন, পরিকল্পনাটি একেবারেই ধারণার বাইরে ছিল।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো এর মাধ্যমে রাশিয়ার সম্পদের মুনাফার নিয়ন্ত্রণ নিতে এবং সেগুলো ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার ফন্দি এটেছে। আলোচিত এই পরিকল্পনার নিন্দাও করেছেন পেসকভ।

তিনি বলেছিলেন, ‘আমার বিশ্বাস, ইউরোপীয়রা বুঝতে পেরেছে এই ধরনের সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ জানাব। এটি সম্ভবত এক বছরের বেশি সময়ের প্রশ্ন নয়, বরং কয়েক দশকের।’

/এএকে/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বশেষ খবর
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?