X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চীন সফরে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ১৫:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৫:৪৩

চীনের উদ্দেশে রওনা দিয়েছেন তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং-জিউ। স্থানীয় সময় সোমবার ( এপ্রিল) বেইজিংয়ের উদ্দেশে তাইওয়ান ছেড়েছেন তিনি। ১১ দিনব্যাপী এই সফরের অংশ হিসেবে চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এর সঙ্গে দেখা করবেন মা। তাইওয়ান প্রণালিজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই তার এই সফরের খবর এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন মা। দেশটির প্রথম সাবেক নেতা হিসেবে গত বছর চীন সফর করেছিলেন তিনি। এ নিয়ে শি’র সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করতে যাচ্ছেন তাইওয়ানের সাবেক এই প্রেসিডেন্ট।

তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে মনে করে চীন। তবে বরাবরের মতো চীনের এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান।

২০১৫ সালের শেষের দিকে সিঙ্গাপুরে একটি যুগান্তকারী শীর্ষ সম্মেলনের জন্য শি’র সঙ্গে দেখা করেছিলেন মা। তাদের এই সাক্ষাৎটি তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর নির্বাচনে বিজয়ী হওয়ার কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছিল। তবে এই বৈঠকের বিষয়টি তাইওয়ানের মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলেও মা এবং চীনা সরকারের কেউ তা স্বীকার করেননি।

তবে মা’র এবারের সফরের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র রয়টার্সকে বলেছে, এই সফর আগামী সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলীয় চীনা শহর শেনজেনে উড়ে যাওয়ার আগে, তাইওয়ানের বিমানবন্দরে সাংবাদিকদের দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মা বলেন, ‘শান্তির ও বন্ধুত্বের লক্ষ্যে এই সফর।’

এ সময় মা আরও বলেন, তাইওয়ানের জনগণ শান্তি পছন্দ করে এবং যুদ্ধ এড়াতে চায় এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন মা।

গত সপ্তাহে এই বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় সাবেক এই প্রেসিন্টের জন্য একটি সুন্দর সফর কামনার কথা ব্যক্ত করেছিলেন।

এসময় মাকে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টের পরিবর্তে ‘মিস্টার মা ইং-জিউ’ বলে সম্বোধন করা হয়। কেননা, চীন কিংবা তাইওয়ান কোন পক্ষই একে অপরকে স্বীকৃতি দেয়নি। মা’ এর দল চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সংলাপের পক্ষে হলেও বেইজিংপন্থিতার ঘোর বিরোধিতা করে।

তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট সাই এবং তার ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি বারবার চীনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে চীন। কেননা, বেইজিং সাইয়ের দলকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে।

সাই বলেছিলেন, শুধু তাইওয়ানের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তার সরকার চীনের সার্বভৌমত্ব দাবির তীব্র বিরোধিতা করে।

/এএকে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে