X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩০

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে রোববার (১৪ জানুয়ারি) ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আমেরিকার নেতৃত্বে হুথিদের ওপর হামলার পর লোহিত সাগরে হুথিদের করা প্রথম হামলা এটি। লোহিত সাগরে জাহাজ চলাচলে কয়েক সপ্তাহের হামলার পর শুক্রবার আমেরিকা ও সহযোগী দেশগুলো বিদ্রোহীদের ওপর ওই হামলা চালিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা ওইদিন লোহিত সাগরে একটি আমেরিকান ডেস্ট্রয়ারের দিকে একটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

তবে ওই ক্ষেপণাস্ত্রটিকে মার্কিন যুদ্ধবিমান এটিকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার হুথিরা ইউএসএস ল্যাবুন নামে একটি ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা করেছিল। এটি লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কাজ করছিল।

ওই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরের বন্দর শহর হোদেইদা থেকে এসেছিল। শহরটি দীর্ঘদিন ধরে হুথিদের দখলে ছিল।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি এলাকা থেকে ইউএসএস ল্যাবুনের দিকে একটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

তবে তাৎক্ষণিকভাবে হামলার কথা স্বীকার করেনি হুথিরা। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী দখলকারী ইরানের সঙ্গে জোটবদ্ধ একটি শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি।

ইসরায়েল-হামাস যুদ্ধের হামাসের সমর্থনের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা। তাদের এই আক্রমণ গাজায় চলমান সংঘর্ষকে একটি আঞ্চলিক দাঙ্গায় পরিণত করার হুমকি দেয়।

যুক্তরাষ্ট্র সর্বশেষ এ হামলার প্রতিশোধ নেবে কিনা তা স্পষ্ট নয়। তবে এর আগে, মার্কিন প্রেসিডেন জো বাইডেন বলছিলেন, তিনি তাদের ‘জনগণকে রক্ষা করার জন্য এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহকে রক্ষা করার জন্য আরও পদক্ষেপের নির্দেশ দিতে দ্বিধা করবেন না।’

/এএকে/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?