X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজায় ব্ল্যাকআউটকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করা উচিত নয়: রাইটস গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ১৩:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৩:৩০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক সপ্তাহব্যাপী টেলিকমিউনিকেশন বিভ্রাটের মধ্যে রয়েছে। অঞ্চলটিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দীর্ঘতম বিভ্রাটের ঘটনা এটি। শুক্রবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

গাজায় এক সপ্তাহব্যাপী টেলিকমিউনিকেশন ব্ল্যাকআউট একটি ‘জীবন-মরণের বিষয়’ হয়ে উঠেছে এবং এটি অবিলম্বে শেষ হওয়া উচিত বলে জানিয়েছে ডিজিটাল নাগরিক অধিকার গ্রুপ অ্যাক্সেস।

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গ্রুপটির নীতি ও অ্যাডভোকেসি ডিরেক্টর মারওয়া ফাতাফতা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘অভূতপূর্ব সহিংসতা এবং মানুষের অকল্পনীয় দুর্ভোগের মধ্যে সংযোগ নিয়ে খেলা করা অনুচিত।’

তিনি আরও বলেন, ‘ইন্টারনেটকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এক্সেস নাউ অবিলম্বে একটি মানবিক ও ডিজিটাল যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় টেলিযোগাযোগ পরিষেবাগুলোর পূর্ণ পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছে।’

‘চলমান আগ্রাসনের কারণে’ গাজায় সব টেলিযোগাযোগ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হওয়ার ঘোষণা করেছে ফিলিস্তিনি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্যালটেল। জানুয়ারির ১২ তারিখে এই ঘোষণা করে প্যালটেল কর্তৃপক্ষ। ক্লাউডফ্লেয়ার রাডারের ডেটা ট্র্যাফিক অনেকাংশে কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেটের ওপর নজরদারি করা একটি ওয়াচডগ গ্রুপ নেট ব্লকস। গ্রুপটি বৃহস্পতিবার বলেছে, গাজায় ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনাটি ১৪৪ ঘন্টা পেরিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  নেট ব্লকস জানিয়েছে, ‘ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে নবমবারের মতো এই ব্যাঘাত ঘটেছে এবং এটিই এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী টেলিকম বিভ্রাট।’

ইন্টারনেট বন্ধের কারণে গাজার ২৩ লাখ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। এসব বাসিন্দাদের ৮৫ শতাংশই ভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এই বিভ্রাটের কারণে গাজার মাটিতে কী ঘটছে সে সম্পর্কে সঠিক তথ্য নথিভুক্ত করা এবং বিশ্ববাসীর সামনে তা তুলে ধরা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইন্টারনেট ট্রাফিক একাধিক ব্ল্যাকআউট এবং বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের অবিরাম বোমা হামলার কারণে মেরামত কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের কাছে পৌঁছাতে পারছেন না। অনেক সময় সংযোগ পুনরুদ্ধার করতে গিয়ে তাদেরকে মারাত্মক ঝুঁকি নিতে হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!