X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
আমেরিকান শিখকে হত্যার ষড়যন্ত্র

অভিযুক্ত ভারতীয়কে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আদেশ চেক আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ১১:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৩:১৬

আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্রে জড়িত এক ভারতীয়কে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার রায় দিয়েছে চেক প্রজাতন্ত্রের একটি আপিল আদালত। শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির বিচার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বছরের জুনে ভারত থেকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে যাওয়ার সময় গুপ্তা নামের ওই ভারতীয়কে গ্রেফতার করেছিল চেক কর্তৃপক্ষ। রয়টার্সের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, মামলাটির সঙ্গে জড়িত সব পক্ষের কাছে প্রথমে এ রায় পৌঁছানো হবে। এরপর বিচারমন্ত্রী পাভেল ব্লাজেক ৫২ বছর বয়সী নিখিল গুপ্তার প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

গুপ্তার বিরুদ্ধে মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, ভারতীয় এক সরকারী কর্মকর্তার সঙ্গে মিলে তিনি নিউইয়র্ক সিটির এক বাসিন্দাকে হত্যা করার চক্রান্তে জড়িত ছিলেন। ওই বাসিন্দা ভারতের উত্তরাঞ্চলের একটি সার্বভৌম শিখ রাজ্যের আইনজীবি হিসেবে কাজ করতেন।

গত বছরের জুনে ভারত থেকে প্রাগে যাওয়ার সময় গুপ্তাকে গ্রেফতার করেছিল চেক কর্তৃপক্ষ।

গুপ্তার দাবি, তাকে ভুল পরিচয়ে গ্রেফতার করা হয়েছে। তিনি সেই ব্যক্তি নন যাকে যুক্তরাষ্ট্র খুঁজছিল। মামলাটিকে তিনি রাজনৈতিক বলেও উল্লেখ করেছিলেন।

বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘মন্ত্রীর সিদ্ধান্ত আসতে কতদিন সময় লাগবে তা ঠিক এই মুহুর্তেই বলা যাচ্ছে না।’

এসময় মুখপাত্র আরও বলেন, প্রত্যর্পণ রোধের চেষ্টায় গুপ্তা সম্ভাব্য সব পদক্ষেপ নেবেন বলে আশা করা যেতে পারে।

মুখপাত্র আরও বলেছেন, নিম্ন আদালতের সিদ্ধান্ত নিয়ে কোনও প্রকার সন্দেহ হলে এ নিয়ে মন্ত্রী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। 

গত ডিসেম্বরে একটি নিম্ন আদালত গুপ্তার প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে তা প্রত্যাখ্যান করেছিল প্রাগ হাইকোর্ট।

 

/এএকে/
সম্পর্কিত
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ