X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

আলোচনার সাহস থাকা উচিত ইউক্রেনের: পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২৩:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২৩:০০

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের আলোচনার সাহস থাকা উচিত। গত মাসে রেকর্ডকৃত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। সুইজার‍ল্যান্ডের সম্প্রচারমাধ্যম আরএসআই সাক্ষাৎকারটি আগামী ২০ মার্চ প্রচার করবে। সাক্ষাৎকারটির খণ্ডাংশ শনিবার (৯ মার্চ) দেখার সুযোগ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ তিন বছরে গড়িয়েছে। চলমান এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি একটি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকার এর আগেই রেকর্ড করা হয়েছে।

ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে নতুন এই প্রস্তাব দিয়েছিলেন এরদোয়ান। তবে জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চান। কিন্তু কোনও ভূখণ্ড ছাড় দেবেন না।

ইউক্রেনীয় নেতার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহার ও পূর্বে সীমান্ত পুনর্বহাল করার কথা বলা হয়েছে। কিয়েভের শর্তে কোনও শান্তি আলোচনায় জড়িত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়া।

সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিসকে জিজ্ঞেস করা হয়েছিল চলমান একটি বিতর্ক নিয়ে। বিতর্কে এক পক্ষ বলছে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণ যেহেতু প্রতিহত করতে পারছে না ইউক্রেন, তাই তাদের হাল ছেড়ে দেওয়া উচিত। অপরপক্ষ বলছে, এর ফলে শক্তিশালীদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে। সাক্ষাৎকারগ্রহিতা প্রশ্নে ‘সাদা পতাকা’ পরিভাষা ব্যবহার করেছেন।

জবাবে ফ্রান্সিস বলেছেন, এটি একটি ব্যাখ্যা এবং সত্যি। কিন্তু আমি মনে করি শক্তিশালী হলো তারা যারা পরিস্থিতির দিকে খেয়াল করছে, মানুষের কথা ভাবছে এবং সাদা পতাকা ও আলোচনার সাহস রাখে।

তিনি বলেছেন, আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সহযোগিতায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়া উচিত।

পোপ বলেন, আলোচনা শব্দটি একটি সাহসী শব্দ। যখন আপনি দেখছেন হেরে যাচ্ছেন, সবকিছু ঠিকমতো এগোচ্ছে না, তখন আপনার আলোচনার জন্য সাহস থাকা উচিত। 

ধারণা করা হচ্ছে, এই প্রথম ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় পোপ ফ্রান্সিস সাদা পতাকা বা পরাজিত শব্দ ব্যবহার করেছেন। যদিও অতীতে তিনি আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

গত বছর ৮৭ বছর বয়সী পোপ একজন শান্তিদূত পাঠিয়েছিলেন মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনে। 

আলোচনার বিষয়ে ফ্রান্সিস বলেছেন, কেউ হয়ত লজ্জাবোধ করতে পারে। কিন্তু কত মানুষ মরলে যুদ্ধের অবসান হবে? সময় মতো আলোচনা করা উচিত, মধ্যস্থতাকারী দেশ খুঁজে বের করা উচিত।

তিনি আরও বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হওয়া আগে আলোচনায় লজ্জা পাওয়ার কিছু নেই।

মধ্যস্থতা করতে প্রস্তুত কি-না জানতে চাইলে পোপ বলেছেন, আমি আছি। 

সাক্ষাৎকারের আরেক অংশে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, আলোচনা কখনও আত্মসমর্পণ নয়।

গত মাসে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা এবং রুশ দখলকৃত অঞ্চলে লাখো বেসামরিক নিহত হয়েছেন।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৯ মার্চ ২০২৪, ২৩:০০
আলোচনার সাহস থাকা উচিত ইউক্রেনের: পোপ ফ্রান্সিস
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
সম্পর্কিত
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
আরও কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল?
যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, পূর্ব রাফাহতে ইসরায়েলের হামলা শুরু
সর্বশেষ খবর
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
দেশে বেকারের সংখ্যা কেন বাড়ছে?
দেশে বেকারের সংখ্যা কেন বাড়ছে?
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মামার বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মামার বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের