X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৯

বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।

অপর একটি সূত্র বলেছে, ভারত সরকার বাংলাদেশ, শ্রীলঙ্কা, মৌরিতাস, বাহরাইন, ভুটান ও নেপালসহ কয়েকটি সীমিত পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত এই পণ্য রফতানি নিষিদ্ধ করেছে। দেশে দাম বৃদ্ধি ও সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের এমন সিদ্ধান্তে প্রতিবেশী দেশগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে।

পেঁয়াজের দাম বাড়তে থাকায় ২০২৩ সালের আগস্টে ভারত রফতানি কমাতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। তবে এতে প্রত্যাশিত সাফল্য না আসায় ২৮ অক্টোবর থেকে রফতানিকৃত প্রতি টন পেঁয়াজের ন্যূনতম দাম ৮০০ ডলার নির্ধারণ করে দেয় সরকার।

মহারাষ্ট্রের নাশিক ও আহমেদনগরে বৃষ্টি ও শিলা বৃষ্টির কারণে নভেম্বরে নতুন পেঁয়াজ বাজারে আসা বিলম্বিত হয়েছে। এতে দাম বাড়তে থাকে এবং সরকার রফতানি নিষিদ্ধ করতে বাধ্য হয়। ৮ ডিসেম্বর থেকে রফতানিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমে যায়। নাশিকে প্রতিকেজি ৪০ থেকে নেমে ১৩ রুপিতে এসেছে। এর জেরে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দুই মাস ধরে বিক্ষোভ করে আসছেন পেঁয়াজ চাষিরা।

ফেব্রুয়ারির শুরুতে কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রের পেঁয়াজ চাষের এলাকা সফর করে। রফতানি নিষেধাজ্ঞা নিয়ে প্রতিনিধি দলটির সরকারের কাছে সুপারিশ দেওয়ার কথা ছিল।

এদিকে, রবিবার বৃহত্তম রফতানিকারকরা সরকারের কাছে লেখা একটি চিঠিতে বলেছেন, পেঁয়াজ রফতানি সম্পূর্ণ বন্ধ না করে সীমিত বিধিনিষেধের আলোকে অনুমোদন দেওয়া উচিত। কারণ বিপুল পরিমাণে রফতানি করা হলে দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা