X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নিজের অর্থনৈতিক উপদেষ্টাকে প্রধানমন্ত্রী করলেন আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৪, ১৭:৩০আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৭:৪৬

ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী ও সরকার গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধোত্তর পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কারের চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি যুদ্ধে সৃষ্ট পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। মুস্তফা তার স্থলাভিষিক্ত হবেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র তথ্য অনুসারে, মুস্তফা এখন প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নির্বাহী কমিটির একজন সদস্য তিনি।

যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করা অর্থনীতিবিদ ও রাজনীতিক মুস্তফা ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে একটি টেকনোক্র্যাটিক সরকারের নেতৃত্ব দেবেন।

আব্বাসের ঘনিষ্ঠ মিত্রের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা যুক্তরাষ্ট্রের সংস্কারের দাবির কতটা পূরণ করবে তা স্পষ্ট নয়। কারণ সামগ্রিক নিয়ন্ত্রণে থাকবেন ৮৮ বছর বয়সী প্রেসিডেন্ট নিজেই। তবে এই নিয়োগকে স্বাগত জানিয়ে পরিবর্তন আনতে দ্রুত নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক হানি আল-মাসরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলো যে পরিবর্তন চায় তা ফিলিস্তিনিরাও চাইছেন এমনটি নয়। মানুষ রাজনীতিতে সত্যিকার পরিবর্তন চায়, শুধু নামের নয়। তারা নির্বাচন চায়।

তিনি বলেছেন, মুস্তফা একজন শ্রদ্ধাভাজন ও শিক্ষিত মানুষ। কিন্তু দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতির উন্নতির জন্য জনগণের দাবি পূরণে হিমশিম খাবেন তিনি। 

১৯৫৪ সালে পশ্চিম তীরের তুলকারেম শহরে জন্ম হয় মুস্তফার। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
সর্বশেষ খবর
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ