X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মার্কিন সেনাবাহিনীর সেন্টকম প্রধানের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ২২:১২আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২২:২২

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল ফোর্সেস (সেন্টকম)-এর প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিল্লার সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার (১২ এপ্রিল) ইসরায়েলের হাটজর বিমানঘাঁটিতে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলার প্রস্তুতি নিয়ে তারা আলোচনা করেছেন। এই সম্ভাব্য ইরানি হামলায় আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে।

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ৭ কর্মকর্তা নিহতের ঘটনায় উত্তেজনার মধ্যে ইসরায়েল সফর করছেন সেন্টকম প্রধান। হামলায় নিহতদের মধ্যে দুই ইরানি জেনারেলও ছিলেন। ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

এক বিবৃতিতে বৈঠকের বিষয়ে গ্যালান্ট বলেছেন, আমাদের শত্রুরা মনে করে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করতে পারবে। কিন্তু সত্য হলো বিপরীত। তারা আমাদের আরও ঘনিষ্ঠ করছে এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি।

তিনি আরও বলেছেন, আমি নিশ্চিত বিশ্ব ইসরায়েলের প্রকৃত চেহারা দেখবে–যে সন্ত্রাসী কমিটি মধ্যপ্রাচ্যে ত্রাসের উসকানি দেয় এবং হামাস, হিজবুল্লাহ ও প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে–যারা এখন ইসরায়েল রাষ্ট্রকেও হুমকি দিচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, স্থলে ও আকাশে নিজেদের রক্ষায় প্রস্তুত আমরা। আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমরা জানি কীভাবে প্রতিক্রিয়া দেখাতে হয়।

গ্যালান্ট ও কুরিল্লার বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর উপ-চিফ অব স্টাফ মেজর জেনারেল আমির বারাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক ব্যুরোপ্রধান দ্রোর শালোম এবং প্রতিরক্ষামন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল গাই মারকিজেনো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার