X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
গুলশান হামলা

বাংলাদেশিদের হত্যা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল: প্রত্যক্ষদর্শী

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১৪:৩৩আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:০৭
image

গুলশান হামলার পর সতর্ক প্রহরা গুলশানের হামলাকারীরা বাংলাদেশিদের না মারার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল, কেবল বিদেশিরাই তাদের হত্যাকাণ্ডের শিকার হবে। একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এসব কথা জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমসকে নিজের অভিজ্ঞতার বর্ণনা দেওয়া সেই প্রত্যক্ষদর্শীর নাম সুমির বরাই। হামলা হওয়া রেস্টুরেন্টের রাঁধুনি ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, হামলার সময় বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি। এক সময় তিনি টের পান, রেস্টুরেন্টে উপস্থিত মানুষদের বাছাই করা হচ্ছে। সে সময় একজন অস্ত্রধারী চিৎকার করে বলেন, ‘বাংলাদেশিরা বের হয়ে আসুন।’
সুমির ও তার সঙ্গে লুকিয়ে থাকা আটজন বাথরুমের দরজা খুলে বের হয়ে দুই সুবেশ তরুণকে দেখতে পান। তাদের পরনে ছিল জিন্সের প্যান্ট, গায়ে টি-শার্ট। তরুণদের একজন বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বাংলাদেশিদের মারবো না, শুধু বিদেশিদের মারবো।’ 

এ সময় সুমির রেস্টুরেন্টের চারপাশে চোখ বুলিয়ে মেঝেতে ছয় সাতটি মৃতদেহ দেখতে পান। গুলি ও ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত সেই সব মরদেহ বিদেশিদেরই ছিলো বলে মনে করেছিলেন তিনি।
উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের এই রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। শনিবার সকালে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় জঙ্গি নিহত হন।

সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী প্রেস ব্রিফিয়েং জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে পরিচালিত 'অপারেশন থান্ডার বোল্ট' এর সময় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বিদেশি। অভিযানের আগেই তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, সিএনএন

/ইউআর/বিএ/


আরও পড়ুন:

প্রতিবেশীদের বর্ণনায় ভয়াল ২৪ ঘণ্টা
গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী