X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ১২:৪১আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৯:৩৭

কঙ্গোতে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

উত্তর কিভু এলাকার বেনি শহরের মেয়র নিয়োনাই বানাকাওয়া জানান, শনিবার রাতে রোয়াঙ্গোমা জেলা শহরে এ হামলা হয়। কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা ৬৪ জনের লাশ উদ্ধার করেছেন। এখনও লাশ খোঁজা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে অপর কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা অন্তত ৭৫ জন।

সেনা মুখমাত্র মাক হাজুকায় বার্তা সংস্থা এএফপিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই অঞ্চলে অবস্থিত সেনাদের এড়িয়ে এই পথে আসে বিদ্রোহীরা। সেনা অভিযানের প্রতিশোধ হিসেবে স্থানীয়দের করেছে বিদ্রোহীরা। সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার জন্য এডিএফ বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা তার বাড়ি থেকেই হামলা শুরু করে। তিনি বলেন, সামনে থাকা ব্যক্তি আমার দিকে অস্ত্র তাক করে। যখন আমি দৌঁড়ে পালানোর চেষ্টা করি সে আমাকে পেছনে বন্দুক দিয়ে আঘাত করে। সে আমার শার্ট খুলে নিয়ে যায়। তারপর আমাকে দৌঁড়াতে বাধ্য করে। কোনও কারণে তারা আমার পেছনে ছুটে আসেনি।

স্থানীয়রাও জানিয়েছেন, শনিবার রাতে জঙ্গল থেকে এডিএফ বিদ্রোহীদের বেরিয়ে দেখেছেন তারা। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, হামলাকারীদের কয়েকজন সেনাবাহিনীর পোশাক পরা ছিল।

বেনি এলাকায় ১৪ জনকে হত্যার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল। ওই হামলার জন্যও এডিএফকে দায়ী করা হয়। তবে হামলায় এডিএফের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে দেশটিতে হত্যাযজ্ঞ চালানোর জন্য এডিএফ বিদ্রোহী ও কঙ্গোর সেনাবাহিনীকে দায়ী করা হয়েছিল। ৪ আগস্ট কঙ্গোর প্রেসিডেন্ট যোশেফ কাবিলা ও উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি এডিএফ বিদ্রোহীদের দমনে সমন্বিত সামরিক কৌশল ঠিক করেন। মুসেভেনির বিরোধী এডিএফ বিদ্রোহীরা প্রায় ২০ বছর ধরে কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থান করছে। বেনি এলাকায় ২০১৪ সালের পর থেকে সহিংসতায় ৬ শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

/এএ/বিএ/

 

সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন