X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া ইস্যুতে ৭৩ মানবিক সহায়তা প্রতিষ্ঠানের রোষানলে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৩
image

জাতিসংঘ আসাদ সরকার দ্বারা প্রভাবিত বলে অভিযোগ করেছে ৭৩টি সংগঠন গত মাসেই প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে জাতিসংঘের বিরুদ্ধে সিরীয় ত্রাণ কার্যক্রমে পক্ষপাতের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগেই সিরিয়া ইস্যুতে  জাতিসংঘকে তথ্য সরবরাহমূলক সহযোগিতা স্থগিত করেছে ৭০টিরও বেশি মানবিক সহায়তামূলক সংগঠন। ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে জাতিসংঘ সিরিয়ার বাশার আল আসাদ সরকার দ্বারা প্রভাবিত হচ্ছে অভিযোগ করে এ ঘোষণা দেওয়া হয়। তবে জাতিসংঘের পক্ষ থেকে সিরিয়ায় তাদের কর্মকাণ্ডকে স্বচ্ছ বলে দাবি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শুক্রবারের (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ৭৩টি সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সিরিয়া নিয়ে তথ্য আদান-প্রদানবিষয়ক কর্মসূচি (ডব্লিউওএস) থেকে সাময়িক সরে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনগুলো। ওই কর্মসূচির আওতায় সিরিয়ায় ত্রাণ সরবরাহ করার ক্ষেত্রে বিভিন্ন তথ্য সরবরাহ করতো এসব সংগঠন।
আল জাজিরা জানায়, জাতিসংঘের কাছে মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর পাঠানো একটি চিঠির কপি তারা হাতে পেয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ সরবরাহে বাধা প্রদানসহ মানবিক সহায়তা সরবরাহের বিভিন্ন ক্ষেত্রে আসাদ সরকার হস্তক্ষেপ করছে। আর তারপরও জাতিসংঘ নিজের অর্জন নিয়ে সন্তুষ্ট। এ ব্যাপারে জাতিসংঘের কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করা হয় চিঠিতে। সেখানে আরও বলা হয়, ‘বাশার আল আসাদ সরকারের প্রভাব এবং জাতিসংঘের সন্তুষ্টি সমান তালে চলছে। আর তাতে সিরিয়ার জনগণ আগের চেয়ে আরও বেশি ভুগছে।’

সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি (এসএএমএস) এবং সিরিয়ান সিভিল ডিফেন্স-এর মতো সংগঠনগুলোও চিঠিতে স্বাক্ষর করেছে। সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট জাহের সাহলুল আল জাজিরাকে বলেন, ‘জাতিসংঘই অন্যতম অপরাধী। তারা এক্ষেত্রে বাশার আল আসাদ সরকারের মতোই দায়ী।’

খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে সিরিয়ার পরিবারগুলো
এদিকে ওই চিঠির জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফ্যান ডুজারিক দাবি করেন সিরিয়ায় তাদের কার্যক্রমের স্বচ্ছতা রয়েছে। তিনি বলেন, 'সিরিয়ায় আমাদের মানবিক সহায়তামূলক কার্যক্রমের ক্ষেত্রে যেকোনও ধরনের সুবিবেচনাকে আমরা স্বাগত জানাই।’  

এর আগে গত মাসের শেষের দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে- কীভাবে জাতিসংঘ ত্রাণ কর্মসূচি চালাতে গিয়ে প্রকারান্তরে আসাদ সরকারকে পুষ্ট করছে। সিরিয়ায় মানবিক সহায়তায় নিয়োজিত কমিউনিটির এক সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন সংগঠনগুলোকে লাখ লাখ ডলার অনুদান দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ যাদেরকে অনুদান দিয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধের তালিকায় থাকা কোম্পানি, সিরিয়ার বিভিন্ন সরকারি বিভাগ এবং আসাদের স্ত্রী আসমা আল-আসাদ ও তার আস্থাভাজন রামি মাখলুফের নিয়ন্ত্রণাধীন দাতব্য সংস্থাও রয়েছে। তবে জাতিসংঘ সেসময় দাবি করেছিল, এমনটা করা ছাড়া যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তাদের হাতে বিকল্প ছিল না। তাদের দাবি,এ ত্রাণ কার্যক্রমের কারণে লাখ লাখ মানুষের প্রাণ বেঁচেছে। সিরিয়ায় কার্যক্রম পরিচালনা করতে হলে দেশটির সরকারের সঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করে বিশ্বের জাতিরাষ্ট্রগুলোর এ জোট।

তবে জাতিসংঘ যাই বলুক না কেন, সমালোচকদের মতে জাতিসংঘ আপোসের ঝুঁকিতে আছে। তাদের আশঙ্কা, বাশার আল আসাদ সরকারের পক্ষের দাতব্য সংস্থাগুলোকে ত্রাণ সহায়তার জন্য যে অনুদান দেওয়া হয়েছে তা সরকার নিয়ন্ত্রিত এলাকাকে প্রাধান্য দিয়ে ব্যবহার করা হবে। আর এর মধ্য দিয়ে হাজার হাজার বেসামরিকের মৃত্যুর জন্য দায়ী বলে বিবেচিত আসাদ সরকারকেই সহায়তা দেওয়া হবে বলে আশঙ্কা জানান সমালোচকরা। যদিও, এর বাইরে ত্রাণ ব্যবস্থাপনায় ঠিক কোন পথ অবলম্বন করলে তা পক্ষপাতমুক্ত হবে; তা নিয়ে সুষ্পষ্ট কোনও রূপরেখাও হাজির করেননি কেউ।  সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

 

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন