X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দায় বিশ্বনেতারা, জোরালো হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৯
image

৯ সেপ্টেম্বর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ। উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ব্লু হাউজ কর্তৃপক্ষ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন হওয়া জরুরি বলে উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পারমাণবিক পরীক্ষাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘উন্মত্ত হঠকারিতা’ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। এছাড়া ফ্রান্স, নরওয়ে আরও কয়েকটি দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে।
৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উত্তর কোরিয়ায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আর এর পর পরই দক্ষিণ কোরিয়া দাবি করে, এ ভূকম্পনটি কৃত্রিম। পারমাণবিক পরীক্ষা চালানোর সময়ই এ কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী যে স্থানটিতে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে সেখানে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে।
প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা হলেও কয়েক ঘণ্টা পর মুখ খুলে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘উত্তর কোরিয়া এখন ব্যালাস্টিক রকেটে রকেটে পারমাণবিক যুদ্ধাস্ত্র ছুড়তে সক্ষম।’

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পিয়ং ইয়ং-এর কর্মকাণ্ড ‘চরম পরিণতি’ ডেকে আনবে। জি টুয়েন্টি সম্মেলন ও আসিয়ান সম্মেলনে যোগ দেওয়া শেষে দেশে ফেরার পর ওবামা এমন প্রতিক্রিয়া জানান। পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘উত্তর কোরিয়া যদি পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে তবে আমরা তা একেবারেই উপেক্ষা করতে পারি না। আমাদেরকে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে।’

সিউলের একটি দোকানে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার খবর দেখছেন একজন
পারমাণবিক পরীক্ষাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘উন্মত্ত হঠকারিতা’ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই।

মিত্র দেশ চীনও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে। চীন সতর্ক করে বলেছে, এর মধ্য দিয়ে উত্তেজনা আরও বাড়বে। রাশিয়াও উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডকে অনুশোচনীয় বলে মনে করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদেরকে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে এবং সেই বার্তাটি উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দিতে হবে।’

মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ফ্রান্সও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে। শিগগিরই এ ইস্যু মোকাবেলার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বরগেন ব্রেন্ডে পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড গভীর উদ্বেগ এবং শান্তির জন্য হুমকি তৈরি করে।’

এর আগে উত্তর কোরিয়ায় ভূমিকম্প শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানরা একটি বিবৃতি দেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপ নিউজে বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হিসেব করে দেখেছি, উত্তর কোরিয়া তাদের এ পর্যন্ত চালানো পারমাণবিক পরীক্ষাগুলোর মধ্যে এবার সবচেয়ে বড় পরীক্ষাটি চালিয়েছে। এ পারমাণবিক পরীক্ষার জন্য ১০ কিলোটন উপকরণ ব্যবহার করা হয়েছে, যা জানুয়ারিতে উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক পরীক্ষার তুলনায় দ্বিগুণ শক্তিশালী।’

উল্লেখ্য, শুক্রবারের পারমাণবিক পরীক্ষাসহ এ পর্যন্ত পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল দেশটি। আর এ পরীক্ষার প্রতিক্রিয়ায় ২ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া।

/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ