X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ছয় মাসে কাশ্মিরকে জঙ্গিমুক্ত করতে চায় ভারতীয় সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৮:৪০
image

ছয় মাসে কাশ্মিরকে জঙ্গিমুক্ত করতে চায় ভারতীয় সেনাবাহিনী

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরকে ৬ মাসের মধ্যে জঙ্গিমুক্ত করার ঘোষণা দিয়েছে সে দেশের সেনাবাহিনী। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণে থাকা কাশ্মিরকে সম্পূর্ণ জঙ্গিমুক্ত করতে ছয় মাসের একটি স্থিতিশীল পরিকল্পনাই যথেষ্ট। সেনাবাহিনীর পক্ষে ছয় মাসের মধ্যে জঙ্গি আস্তানাগুলোকে গুরুতর জখম করা সম্ভব।

ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা (অফ রেকর্ডে) বলেছেন, গত সপ্তাহের সার্জিক্যাল স্ট্রাইকের পর সেনাবাহিনীর আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে নিয়মিত বিরতিতে এই ধরনের হামলা চালিয়ে জঙ্গিদের সক্ষমতা নষ্ট করে দেওয়া সম্ভব, সে জন্য প্রয়োজন ছয় মাসব্যপী একটি পরিকল্পনা।

উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা আরও জানিয়েছেন, সরকারের উচিত পাকিস্তানের দিক থেকে ঠিক একই রকম আক্রমণের জন্য প্রস্তুত থাকা। রবিবার সীমান্তের নিকটবর্তী বারামুল্লা সেনা ছাউনিতে হামলাসহ বিভিন্ন স্থানের হামলা থেকে একইভাবে হামলার আশঙ্কা করছেন তারা।  

তারা আরও বলেন, লক্ষ্য স্থির করে আক্রমণ চালানোর জন্য পাকাপোক্ত পরিকল্পনা প্রয়োজন।

এক শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রয়োজন স্থিতিশীল পরিকল্পনা।জঙ্গিরা ইতোমধ্যেই পিছু হঠে রয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই কিছু অর্জন করতে হলে ছয় মাসের পরিকল্পনা করে এগোতে হবে। হঠাৎ করে একটা হামলায় তারা মোটেই ভয় পেয়ে পিছিয়ে যাবে না।’

তবে ভারতীয় সেনাবাহিনী এ বিষয়ে প্রায় নিশ্চিত যে পাকিস্তানভিত্তিক এবং বাইরের মদদপুষ্ট জঙ্গিরা ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিতে চাইবে।

ফলে, অচিরেই আরও ছোট ছোট জঙ্গি ঘাঁটি স্থাপিত হবে। তাদের নির্মূল করার জন্য এখনই সঠিক সময়, কেননা, নিয়ন্ত্রণ রেখার ওপর এখন ভারতের শক্ত হাত আছে।

উল্লেখ্য, পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তিতে হিজবুল নেতা বুরহান ওয়ানিকে কথিত এনকাউন্টারে হত্যার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকে। পাঠানকোটের জঙ্গি হামলায় ‘পাকিস্তানি মদদপুষ্ট’ জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদ হামলা চালিয়েছে উল্লেখ করে ইসলামাবাদকে দায়ী করে ভারত। বিপরীতে পাকিস্তান কাশ্মিরের মানবাধিকার হরণের প্রসঙ্গ নিয়ে সরব হয়ে ওঠে। এক পর্যায়ে সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর আবারও জয়েশ ই মোহাম্মদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে দায়ী করতে শুরু করে ভারত।
পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। ঘটনাকে ভারতের দিক থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঘটনার পরপরই বলা হয়, ‘সন্দেহমূলক জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবিটি একটি ভ্রম। মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে। আন্তঃ সীমান্ত গোলাগুলিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা উল্লেখ করে ধোঁকা দিচ্ছে ভারত।’
এই প্রেক্ষাপটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এখন যতোটা না জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য-ব্যর্থতার প্রশ্ন, তার থেকেও বেশি করে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা-আত্মমর্যাদা আর দম্ভের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/ 

 

সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস