X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করবে ভারত

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৬, ২০:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২০:০৬

২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করবে ভারত ভারত-পাকিস্তান সীমান্ত ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সিল করা হবে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাজনাথ সিং বলেন, এই সময় আর বাড়ানো হবে না। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই এটা সম্পূর্ণ করা হবে। আমরা অ্যাকশন প্লান নিয়ে কাজ করি।

রাজনাথ জানান, সীমান্ত সমস্যার সমাধানে প্রযুক্তিগত দিকও বিবেচনা করা হচ্ছে। শিগগিরই সীমান্তের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা তৈরি হয়ে যাবে।

পাকিস্তানের সঙ্গে কাশ্মির সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দুই দনের সফরে রয়েছেন রাজনাথ সিং। সফরে তিনি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছেন।

ঠার মরুভূমিতে পাকিস্তানের সঙ্গে ভারতের ১ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। কর্মকর্তারা মনে করেন, এতো বড় সীমান্ত নজরদারির আওতায় আনা মুশকিল। এ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, গোয়েন্দাগিরি ও চোরাকারবারির মতো ঘটনা সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ভারতের গোয়েন্দা সংস্থা রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, জম্মু-কাশ্মির ও গুজরাটের বিমানবন্দরগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে। এসব রাজ্যের অন্তত ২২টি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, প্রায় ১০০ জঙ্গি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম ভারতে অনুপ্রবেশ করেছে।

বারামুল্লাহ জেলারই উরি সেনাঘাঁটিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের আগে-পরে গত ১৯ দিনে তিন বার হামলার লক্ষ্যবস্তু হলো ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটি। সার্জিক্যাল স্টাইকের আগে গত ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। আর গত রবিবার  (২.১০.২০১৬) সেখানকার এক সেনাঘাঁটিতে হামলার পর বৃহস্পতিবার আবারও লক্ষ্যবস্তু হয়েছে কাশ্মিরের অপর এক সেনাঘাঁটি। দুই সেনা ঘাঁটিই ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মিরে অবস্থিত। সূত্র: এনডিটিভি।

/এএ/

 

সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ