X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক কূটনীতির পথে ভারত

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ১০:০১আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১০:০৮
image

পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক কূটনীতির পথে ভারত জঙ্গিবাদের বিষয়টিকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ভারত। পাঁচ জাতির ব্রিকস শীর্ষ সম্মেলনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে চাইছে ভারত। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এসব কথা উঠে আসে।
এবারের ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতের উপকূলীয় শহর গোয়ায়। এই অর্থনৈতিক জোটের এটি ৮ম সম্মেলন। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অংশগ্রহণ করছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ব্রিকস জোটভুক্ত পাঁচ দেশে বাস করেন ৩৬০ কোটি মানুষ, যা পুরো বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার সমান। আর এই দেশগুলোর মোট জিডিপি প্রায় ১৬ লাখ ৬০ হাজার কোটি ডলার।
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব চরমে উঠায় এবারের সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবারের ব্রিকস সম্মেলনে জঙ্গিবাদের হুমকি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, লক্ষ্য পূরণে আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা চাইবে ভারত। এক ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী যে, এবারের ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যকার সহযোগিতা বাড়বে। সেই সঙ্গে উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা এবং সংস্কারের পারস্পরিক সাধারণ বিষয়গুলোর ক্ষেত্রেও অগ্রসর হওয়া যাবে।’
ধারণা করা হচ্ছে, ভারত ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা বৃদ্ধি করতে চাইছে। সম্প্রতি জাতিসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি কনভেনশনের উদ্যোগ নিয়েছিল ভারত। কিন্তু সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে দ্বিমত থাকায় তা কার্যকর করা যায়নি। এ নিয়েও এবারের সম্মেলনে আলোচনা হতে পারে।

নরেন্দ্র মোদি সম্মেলন চলাকালে মোদি রুশ ও চীনা প্রেসিডেন্টসহ অন্যান্য নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গেছে।
এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে রুশ সামরিক বাহিনীর যৌথ মহড়ার বিষয়টি আলোচনা উত্থাপন করা হবে।
এবারই প্রথমবারের মতো বিমসটেক নেতাদের সঙ্গে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে বিমসটেক নেতাদেরও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সম্পর্কে মোদি বলেন, ‘বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিরা এখানে অংশ নিচ্ছেন। আমরা আশা করছি, তা সহযোগিতা বৃদ্ধি এবং বিভাজন কমাতে সহায়ক হবে।’
ভারত বিভিন্ন দেশের নেতাদের সামনে জঙ্গিবাদ মোকাবিলা সম্পর্কিত আলোচনায় উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার বিষয়টিকে সামনে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।  
বাংলাদেশের নেতা শেখ হাসিনা, আফগানিস্তানের আশরাফ গণি, ভুটানের শেরিং তবগে, মালদ্বীপের আবদুল্লা ইয়ামিন, মিয়ানমারের অং সান সু চি, নেপালের পুষ্প কমল দাহাল, শ্রীলঙ্কার মাইথ্রিপালা সিরিসেনা এবং থাইল্যান্ডের ক্ষমতাসীন নেতা প্রায়ুথ চান-ওচা এবারের ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

ভারত সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জি-২০ সম্মেলনেও জঙ্গিবাদের বিষয়টিকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। এবার সেই তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: পিটিআই।

/এসএ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!