X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় আইএস-এর কবল থেকে এক বাংলাদেশিসহ পাঁচজন উদ্ধার

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৩:১৫আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৩:১৫
image

লিবিয়ার সিরতেতে ছয় মাস ধরে অভিযান চলছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর জিম্মিদশা থেকে এক বাংলাদেশিসহ পাঁচজনকে উদ্ধার করার দাবি করেছে লিবিয়ার সরকারপন্থী বাহিনী। তুমুল লড়াইয়ের পর লিবিয়ার সিরতে শহর থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় এক কর্মকর্তার দাবিকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
এক বছরেরও বেশি সময় আগে সিরতে শহরের দখল নেয় আইএস। ২০১১ সালে যারা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে লড়াই করেছিল তাদের মধ্যে বিরোধিতা শুরু হওয়ার সুযোগ নিয়ে শহরটি দখলে নিতে সক্ষম হয় জঙ্গি সংগঠনটি। আর শহরটি থেকে আইএসকে উচ্ছেদের জন্য গত ছয় মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত সরকারের সঙ্গে জোটবদ্ধভাবে মিসরাতা শহরের কয়েকটি গোষ্ঠী সিরতেতে অভিযান চালাচ্ছে। এরমধ্যে বনিয়ান মারসুস বাহিনী নামে সরকারপন্থী একটি গোষ্ঠীও রয়েছে।
বনিয়ান মারসুস বাহিনীর মুখপাত্র রিদা ইসা জানান, মুক্ত করা বিদেশিদের মধ্যে দুজন তুরস্কের,দুজন ভারতের এবং একজন বাংলাদেশের নাগরিক। কিভাবে এবং কোথা থেকে ওই পাঁচজনকে জিম্মি করা হয়েছিল তা জানানো হয়নি। তাদের নাম-পরিচয়ও জানা যায়নি। অবশ্য, গত দুই বছর ধরে আইএস বিভিন্ন তেলক্ষেত্রে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিককে অপহরণ করেছে। ২০১৫ সালের মে মাসে একজন বাংলাদেশি, একজন চেক এবং একজন অস্ট্রিয়ানসহ বেশ কয়েকজন বিদেশিকে সিরতের তেল ক্ষেত্র থেকে জিম্মি করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে লিবিয়া থেকে অপহরণ করা মিসরীয় খ্রিস্টানদের একটি দলের সদস্যদের শিরশ্ছেদ করে আইএস।
বনিয়ান মারসুস বাহিনীর মুখপাত্র রিদা ইসা জানান, বন্দিদের উদ্ধার করার সময় তাদেরকে প্রবলভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে আইএস। তিনি বলেন, ‘আইএস সদস্যরা বেপরোয়াভাবে প্রতিহত করার চেষ্টা করছিল। তবে ভারি অস্ত্র দিয়ে অভিযান চালিয়ে তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

ইরাক ও সিরিয়ার বাইরের আইএস-এর এখন বড় ঘাঁটি সিরতে। স্থানীয় কর্মকর্তাদের দাবিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, সিরতেতে বৃহস্পতিবারের অভিযানে অন্তত ২০ আইএস সদস্য নিহত হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী