X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে উরি হামলার ‘দায়’ স্বীকার লস্কর-ই-তৈয়বার

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৪

কাশ্মিরে উরি হামলার ‘দায়’ স্বীকার  লস্কর-ই-তৈয়বার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনা ঘাঁটিতে গত মাসে হামলার ‘দায়’ স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। পাকিস্তানে যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, উরিতে হামলার ঘটনায় নিহত এক হামলাকারীর গায়েবানা জানাজা আয়োজন করেছে লস্কর-ই-তৈয়বার মূল সংগঠন জামাত-উদ-দাওয়া। এ বিষয় নিয়ে একটি পোস্টার পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। পাঞ্জাবের গুজরানওয়ালাতে এ জানাজাঅনুষ্ঠিত হবে এবং এতে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ জানাজা শেষে ‘বিশেষ বক্তব্য’ দেবেন।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, লস্কর-ই-তৈয়বার সদস্য মুহাম্মদ আনাস ওরফে আবু-সারাকা কাশ্মিরের উরিতে সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ‘শহিদ’ হয়েছেন। উর্দুতে লেখা এ পোস্টারে দাবি করা হয়েছে, লস্কর-ই-তৈয়বা এ পর্যন্ত ১৭৭ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে।

পাকিস্তান সরকার ভারতে জঙ্গি হামলায় পাকিস্তানি কোনও সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকার বিষয়টি অস্বীকার করায় লস্কর-ই-তৈয়বার এ দাবিকে তাৎপর্যপূর্ণ বলে মনে ভারতীয় সংবাদমাধ্যম। পাকিস্তানের ফ্রন্টিয়ার পোস্টের স্টাফ রিপোর্টার মুহাম্মদ আমির হোসেন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, জামাত-উদ-দাওয়ার এ জানাজা আয়োজন ও এ ধরনের পোস্টার প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাকিস্তানের দাবির কোনও সত্যতা থাকবে না।

অবশ্য জামাত-উদ-দাওয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের পোস্টা ধাপ্পাবাজি ছাড়া কিছুই না। এই তথ্য জানিয়েছেন পাকিস্তানে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি আসাদ হাশমি। আর ডন-এর সাবেক সম্পদাক আব্বাস নাসির এক টুইটে জানাজাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের কাছে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন।  এখন পর্যন্ত কোনও সংগঠনের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের প্রথমদিকে পাঞ্জাবের পাঠানপকোটে ভারতের বিমানঘাঁটিতে হামলার জন্যও ওই সশস্ত্র সংগঠনটিকে দায়ী করেছিল ভারত। জঙ্গি এ সংগঠন পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানে থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে বলে ভারত দাবি করে আসছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ