X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আফগান মোনালিসা’কে সাহায্য করছে না ইউএনএইচসিআর

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ২০:২০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২০:২৪

‘আফগান মোনালিসা’কে সাহায্য করছে না ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নাগরিকত্বের তথ্য জালিয়াতির দায়ে গ্রেফতারকৃত ও ‘আফগান মোনালিসা’ নামে খ্যাত শরবত গুলাকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউএনএইচসিআরের পাকিস্তান শাখা থেকে বলা হয়েছে, শরবত নিবন্ধিত শরণার্থী নন।

ইউএনএইচসিআর পাকিস্তানের কর্মকর্তা ড্যান ম্যাকনর্টন পাকিস্তানি সংবাদপত্র ডনকে বলেন, ‘আটককৃত ওই আফগান নারীর জন্য আমাদের কিছু করার নেই, কেননা তিনি ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থী নন।’

বুধবার ‘আফগান মোনালিসা’ বা ‘আফগান গার্ল’ নামে খ্যাত শরবত গুলাকে গ্রেফতার করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পরিচয়পত্রে তথ্য জালিয়াতির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

শরবত বিবির কাছে একইসঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বৈত নাগরিকত্বের পরিচয়পত্র পাওয়া গেছে। দুটি পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তথ্য জালিয়াতির ঘটনায় জড়িত একজন সরকারি কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত দফতর ‘এনএডিআরএ’ শরবত বিবি ও তার দুই সন্তানের পরিচয়পত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

শরবত গুলার সন্তানদের নিয়েও জটিলতা রয়েছে। সরকারি ফর্মের বিস্তারিত তথ্যে বলা হয়েছিল, তিনি দুই পুত্র সন্তানের মা। কিন্তু তদন্তে জানা যায়, শরবত  দুই কন্যা এবং দুই বছরের এক পুত্র সন্তানের জননী।কিন্তু স্থানীয় অনেকে জানান, তার পুত্র হিসেবে যাকে দেখানো হয়েছে সে আদতে তার পুত্র নন।

পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেজ রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ জানায়, আদালতে অপরাধ প্রমাণিত হলে তিনি সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড ও সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন।

এদিকে, শরবত গ্রেফতারের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আফগান সরকার। পাকিস্তানের আফগান দূতাবাস সূত্র জানিয়েছে, আফগান সরকার শরবতের বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে ও পুরো বিষয়টির দায়িত্ব নেবে বলে আশা প্রকাশ করেছে।

আফগান এক কর্মকর্তা বলেন, ‘তিনি আফগানিস্তানের নাগরিক। আফগান সরকার এই মামলাটি পাকিস্তান সরকারের কাছ থেকে নিয়ে নেবে।’  

এ ছাড়াও শরবত গুলার  পক্ষে দাঁড়িয়েছেন সেই বিশ্বখ্যাত ছবিটির ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি। তিনি দাবি করেছেন, শরবত বিবির মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি লেখেন, ‘আমরা আমাদের বন্ধু ও সহকর্মীদের জন্য যতদূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি। আমি তার ও তার পরিবারের সুরক্ষা ও আইনি সহায়তার জন্য যা কিছু সম্ভব করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি কর্তৃপক্ষের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শরবত বিবি আজীবন কষ্ট করেছেন।’

সূত্র: ডন, বিবিসি

/ইউআর/

    

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী