X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ার নতুন সরকারের হস্তক্ষেপ চান অধিকাংশ ব্রিটিশ: জরিপ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১৪:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:৫০
image

সিরিয়ার নতুন সরকারের হস্তক্ষেপ চান অধিকাংশ ব্রিটিশ: জরিপ গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার আলেপ্পোতে নতুন সরকারের হস্তক্ষেপ চান সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ নাগরিকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর একটি জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য অনুসারে, সিরিয়ার গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া আলেপ্পো শহরকে নো ফ্লাই বা নো বোম্ব জোন হিসেবে ঘোষণার পক্ষে মত দেন ব্রিটিশরা।

দ্য ইন্ডিপেন্ডেন্টের হয়ে বিএসজি রিসার্চ নামক প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করে। জরিপে ১ হাজার ৫০০ মানুষের কাছে সিরিয়া নিয়ে ব্রিটিশ সরকারের নীতি কি হবে সে সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনটি প্রশ্নের উত্তরের গ্রহণের মধ্য দিয়ে জরিপটি পরিচালিত হয়। মত প্রদানকারীদের কাছে জানতে চাওয়া হয়, সরকারের বর্তমান নীতি, জোটের সঙ্গে মিলিতভাবে বিমানহামলা ও স্থলযুদ্ধ পরিচালনা এবং যুক্তরাজ্য সরকারের জন্য কোন নীতি সবচেয়ে আদর্শ হবে।

জরিপে অংশগ্রহণকারী ব্রিটিশ নাগরিকদের ১৬ শতাংশ চান আলেপ্পোর মানুষকে রক্ষার জন্য সিরিয়া ও রাশিয়া যাতে বিমান হামলা চালাতে না পারে সেজন্য নো-বোম্ব বা নো ফ্লাই জোন ঘোষণা করা হোক। অনেকেই সামরিক পদক্ষেপের বদলে রাশিয়া ও সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। খুব অল্প সংখ্যক অংশগ্রহণকারী সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ শতাংশ মনে করেন, সিরিয়া প্রশ্নে ব্রিটিশ সরকারের বর্তমান নীতি ঠিক আছে। এ নীতিতে কোনও পরিবর্তনের দরকার নেই। ২২ শতাংশ নতুন করে রাশিয়া ও সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। আর ২৬ শতাংশ চান মার্কিন-ব্রিটিশ হস্তক্ষেপে আলেপ্পোকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হোক। ১০ শতাংশ সিরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে নিজেদের মতের কথা জানিয়েছেন।

জরিপ পরিচালনাকারী বিএমজি রিসার্চের প্রধান বলেন, সিরিয়া নিয়ে মানুষের বিভিন্ন মত উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীদের মদ্যে ১৮-২৪ বছর বয়সীরা (৫৫ শতাংশ) নো ফ্লাই বা নো বোম্ব জোন হিসেবে ঘোষণার পক্ষে মত দিয়েছেন।  সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

 

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!