X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ডেভিড পেট্রাউস!

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ১০:১৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১০:৪০

ডেভিড পেট্রাউস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস! এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রিপাবলিকান শিবিরে। সোমবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বাছাইয়ে তৎপর হন ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভা গঠনে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে এ পর্যন্ত প্রায় ৭০ জনের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মাইক পেন্স জানিয়েছেন, মঙ্গলবার হোয়াইট হাউস ও মন্ত্রিসভার বিভিন্ন পদে উল্লেখযোগ্য সংখ্যক নাম ঘোষণা করা হতে পারে।

রিপাবলিকান শিবির বলছে, ডেভিড পেট্রাউসের প্রতি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক আস্থা রয়েছে। সম্প্রতি পেট্রাউসের সঙ্গে ঘণ্টাখানেকের এক বৈঠক করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকের পর টুইটারে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মাত্রই জেনারেল পেট্রাউসের সঙ্গে বৈঠক করলাম। খুবই অভিভূত!’

পেশাগত জীবনে ডেভিড পেট্রাউস ইরাকে মার্কিন সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার হিসেবেও কাজ করেছেন। মার্কিন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সাবেক নারী কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ২০১২ সালে তিনি সিআইএ প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ওই সময়ে সিআইএর কর্মীদের প্রতি পাঠানো এক বার্তায় পেট্রাউস বলেন, ‘আমার বিয়ের ৩৭ বছর পেরিয়ে গেলেও দুঃখজনকভাবে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছি। একজন স্বামী হিসেবে এবং এমন একটি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে আমার এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’

এদিকে রিপাবলিকান সূত্রের বরাত দিয়ে দ্য আটলান্টা জার্নাল কনসোর্টিয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় সদস্য অর্থোপেডিক সার্জন টম প্রাইস।

এছাড়া ফক্স নিউজের আন্তর্জাতিক বিষয়াবলী এবং রাজনীতি সংক্রান্ত বিশ্লেষক মনিকা ক্রউলিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

মনিকা ক্রউলি কেবল ফক্স নিউজ টেলিভিশনের বিশ্লেষক নন, তিনি একই সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস-এর একজন কলামিস্টও। পলিটিকোর ভাষ্য অনুযায়ী, তিনি ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ পরামর্শক।

মনিকার আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রটারি হিসেবে গুঞ্জন উঠেছিলো লাউরা ইনগ্রাহামের নাম। তিনি রক্ষণশীল রাজৈনৈতিক ভাষ্যকার এবং একটি রেডিও অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন ট্রাম্প। আর তার আগেই ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মনোনীত করার কাজ চলছে। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ