X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
১৫ গোয়েন্দা বিশেষজ্ঞের চিঠি

স্নোডেনকে নির্ভয়ে দেশে ফেরার সুযোগ দিতে ওবামাকে আহ্বান

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৫:৫৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৫:৫৪
image

১৮ নভেম্বর মস্কো থেকে নরওয়েতে ভিডিও কনফারেন্স করছেন স্নোডেন দীর্ঘায়িত কারাবাসে না পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে দেশে ফেরার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ আরও জোরালো হয়েছে। গোয়েন্দা নথি ফাঁসকারী এ কর্মকর্তাকে নির্ভয়ে দেশে ফেরার সুযোগ দিতে ওবামার সাড়া চেয়ে যে ক্যাম্পেইন চলমান আছে তাতে নতুন করে আরও বেশ কয়েকজন গোয়েন্দা বিশেষজ্ঞ যোগ দিয়েছেন। রাশিয়ায় স্নোডেনের ‘অগ্রহণযোগ্য নির্বাসনের’ অবসান করার জন্য ওবামাকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি দিয়েছেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ১৯৭০-এর দশকে সিআইএ ও অন্য গোয়েন্দা সংস্থার অবৈধ কর্মকাণ্ড নিয়ে কংগ্রেসনাল তদন্তের জন্য গঠিত চার্চ কমিটির ১৫ সদস্য যৌথভাবে এ বিবৃতি দেন। স্নোডেনের রাশিয়ায় নির্বাসিত থাকার মধ্য দিয়ে কারোরই সুবিধা হচ্ছে না উল্লেখ করে এর অবসানের জন্য ওবামার কাছে আহ্বান জানান তারা। আট পৃষ্ঠারও বেশি ওই চিঠিতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হয়েছে। তারা ওবামাকে মনে করিয়ে দিয়েছেন, স্নোডেনের ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রশাসনের কিছু দুর্বলতা সামনে এসেছে। আর তাতে বেশ কিছু জায়গায় জরুরি সংস্কার আনা সম্ভব হয়েছে। নিজস্ব নাগরিকদের নাম ব্যবহার করে গোয়েন্দা সংস্থাগুলো কী কাজ করছে তাও জানতে পেরেছে মানুষ। তারা তাতে সচেতন হতে পেরেছে। ওবামার প্রশাসন এবং আগের বিভিন্ন প্রশাসনের লোকজন গোপনীয়তা আইন ভঙ্গের পরও কিভাবে প্রশ্রয় পেয়েছেন তাও মনে করিয়ে দেন তারা।
চিঠিতে বলা হয়, ‘স্নোডেন যে আইন ভঙ্গ করেছেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু তার আগে যারা একই আইন ভঙ্গ করেছিলেন তখন তারা ছাড় পেয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো, স্নোডেনের কর্মকাণ্ড ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য ছিল না, সংস্কার আনার তাড়নাবোধ ছিল। এবং তারা সেরকম করেছেন।’

চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে ফ্রেডেরিক শুয়ার্জও রয়েছেন। তিনি চার্চ কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। বর্তমানে ব্রেনান সেন্টার ফর জাস্টিসে নিয়োজিত আছেন। আরেকজন হলেন উইলিয়াম গ্রিন মিলার। তিনি চার্চ কমিটির স্টাফ ডিরেক্টর ছিলেন। ১৯৯০ এর দশকে ইউক্রেনে মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ দুই গোয়েন্দা বিশেষজ্ঞ তাদের সাবেক সহযোগীদের নিয়ে ওবামার কাছে চিঠিটি লিখেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চের কাছেও চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রাইয়ুস আইন ভঙ্গ করে পার পেয়ে যাওয়ার দৃষ্টান্তটি তুলে ধরা হয়। বলা হয়, ডেভিড তার আত্মজীবনী লেখক ও প্রেমিকার কাছে জাতীয় নিরাপত্তাবিষয়ক গোপন তথ্য ফাঁস করেছিলেন, তার পর তিনি এফবিআই-এর কাছে মিথ্যে বলেছিলেন। কিন্তু এর জন্য তাকে কারাবরণ করতে হয়নি বলে উল্লেখ করা হয় চিঠিতে।  

উল্লেখ্য, এডওয়ার্ড স্নোডেন হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-এর সাবেক গোয়েন্দা কর্মকর্তা। ২০১৩ সালে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছেন নিজ দেশ থেকে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে,তাতে তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ানটেড ব্যক্তির তালিকায় রয়েছে তার নাম। বর্তমানে তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

/এফইউ/  

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!