behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মৃত্যুদণ্ড কার্যকরের ২১ বছর পর নির্দোষ প্রমাণিত

বিদেশ ডেস্ক১৬:৫৭, ডিসেম্বর ০২, ২০১৬

নিয়েই সুবিন। ফাঁসি কার্যকরের পরের নির্দোষ প্রমানিত হলেন২১ বছর আগে এক নাগরিকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডকে ভুল বলছে চীনের আদালত। হত্যা ও ধর্ষণে দোষী সাব্যস্ত করে ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে,  নি শুবিন এক চীনা নাগরিকের বিরুদ্ধে ১৯৯৫ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২১ বছর পর এসে চীনের আদালত বলছে, একেবারেই নির্দোষ ছিলেন নি।

সিএনএন-এর খবরে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ২০০৫ সালে  ওই ঘটনায় নতুন করে  অভিযুক্ত হন ওয়াং শুজিন নামের একজন ব্যক্তি।  ওয়াং জানিয়েছেন, যে অপরাধে  ফাঁসি দেওয়া হয়েছিল ওয়াং তা স্বীকার করেছেন। এরপর সুপ্রিম কোর্ট আগের রায়টি পরিবর্তন করে।

 আদালতে রায়ে বলা হয়, শুবিনের বিচারের সময় আদালতের কাছে পর্যাপ্ত প্রমাণাদি ছিলো না। হত্যার সময়,  অস্ত্র ও মৃত্যুর কারণ নিয়েও সন্দেহের অবকাশ ছিলো। সূত্র: সিএনএন।

/বিএ/এএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ