X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আন্ডারওয়াটার ড্রোন ইস্যুতে চীনকে ‘চোর’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৯
image

ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দ করা নিয়ে চীনকে ‘চোর’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘চীন আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন নৌবাহিনীর গবেষণা কাজে চালিত ড্রোন চুরি করেছে। নজিরবিহীনভাবে আইনের তোয়াক্কা না করে তারা ড্রোনটি চীনে নিয়ে গেছে।’

ট্রাম্পের টুইট

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইনসম্মতভাবে দক্ষিণ চীন সাগরে পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই মার্কিন আন্ডারওয়াটার ড্রোন। বৃহস্পতিবার চীনা নৌবাহিনী ফিলিপাইনের সুবিক উপকূল থেকে ৫০ নটিক্যাল মেইল দূরে ড্রোনটি জব্দ করে। একটি চীনা যুদ্ধজাহাজ ইউইউভি (আনমেনড আন্ডারওয়াটার ভেহিকেল) শনাক্ত করে।
শুক্রবার মার্কিন কর্মকর্তারা ড্রোনটি ফেরত দেওয়ার জন্য চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোনটি এক ধরনের ন্যাভাল গ্লাইডার যা পানির তাপমাত্রা ও লবনাক্ততা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল।

এদিকে, মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও দক্ষিণ চীন সাগরের ওই অংশকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মানতে নারাজ চীন। ওই এলাকাকে নিজেদের জলসীমা বলে দাবি করে চীন। এর আগে ওই এলাকায় মার্কিন জাহাজ ও বিমান চলাচলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।  

মার্কিন ড্রোন

শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আন্ডারওয়াটার ড্রোন’ ফেরত দেওয়ার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়াবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘চীন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষকে আন্ডারওয়াটার ড্রোন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

ওই বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ‘এই প্রক্রিয়া চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এককভাবে এবং প্রকাশ্যে যেসব প্রতারণামূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা ছিল অনুচিত। এ ধরনের বক্তব্য সমস্যাটির সমাধানের জন্য ঠিক নয়। আমরা এমন মন্তব্যের নিন্দা জানাই।’

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।  

/এসএ/ 

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!