X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জ্যেষ্ঠ কর্মকর্তাদের টপকে বিপিন রাওয়াত ভারতের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:২০
image

বিপিন রাওয়াত ভারতীয় সেনাবাহিনীর বর্তমান উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। তবে সেনাপ্রধানের নাম ঘোষণা করার একদিন পরই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মোদি সরকারকে এ ব্যাপারে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস ও বাম দলগুলো। তাদের দাবি, দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে টপকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে রাওয়াতকে বসানো হয়েছে। কেন এটা হল, জবাবদিহি করতে হবে সরকারকে। অন্যদিকে সেনাপ্রধান পদে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নিয়োগে কংগ্রেসের আপত্তির নিন্দা জানিয়েছে বিজেপি।
শনিবার (১৭ ডিসেম্বর) ভারতের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়। একইদিন বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল বি এস ধানোয়ার নামও ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বর তারা নতুন দায়িত্ব বুঝে নেবেন।
কী এমন অনিবার্য পরিস্থিতি হল যে, দুজন শীর্ষ সেনাকর্তার বদলে রাওয়াতকে সেনাবাহিনীর শীর্ষে বসাতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। আর বিজেপি বলছে, চলতি নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি মুখপাত্র শ্রীকান্ত শর্মার দাবি, একের পর এক নির্বাচনে হারতে হারতে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে ‘হতাশা’ থেকেই সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তার দাবি, নতুন সেনাপ্রধান বাছাই করা হয়েছে পাঁচজন সবচেয়ে সিনিয়র অফিসারের তালিকা থেকে, যারা সকলেই যোগ্য, দক্ষ। কিন্তু চলতি নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির বিচারে তাদের মধ্যে রাওয়াতকেই সবচেয়ে কার্যকর বলে বেছে নিয়েছে সরকার।
বর্তমান সেনাপ্রধান দলবীর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন বিপিন রাওয়াত। বিমান বাহিনীর প্রধান মার্শাল অরূপ রাহার জায়গায় আসছেন ধানোয়া। লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের প্রাক্তন কর্মকর্তা৷ পরে তিনি যোগ দেন হায়ার কমান্ড অ্যান্ড ন্যাশনাল ডিফেন্স কলেজে৷ সেনা কর্মকর্তা হিসাবে উত্তীর্ণ হওয়ার পর ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে তিনি যোগ দেন ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে৷ দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির পক্ষ থেকে তাঁকে সোর্ড অব অনার দেওয়া হয়৷ কাশ্মিরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রাষ্ট্রীয় রাইফেলসের পদাতিক বাহিনীকেও নেতৃত্ব দেন বিপিন রাওয়াত৷ নিয়ন্ত্রণ রেখা ছাড়াও ভারত-চীন সীমান্তেও বহু সেনা মোতায়েনে দায়িত্ব সামলেছেন তিনি৷ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এবিপি আনন্দ

/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ