X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আচরণ পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষের ক্ষমতা কমাতে রিপাবলিকানদের তৎপরতা

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৫:০৫
image

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিং যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের আচরণ পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষের (কংগ্রেসনাল এথিক্স) ক্ষমতা সীমিত করার সুযোগ রেখে তৈরি করা প্রস্তাবের ব্যাপারে রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা একমত হয়েছেন। সোমবার ওয়াশিংটনে এক রুদ্ধদ্বার বৈঠকে তাদের মধ্যে এ ব্যাপারে সমঝোতা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথা রয়েছে। আর তা কার্যকর হলে স্বাধীন ও নির্দলীয় এ কর্তৃপক্ষকে হাউস এথিকস কমিটির অধীনে থেকে কাজ করতে হবে। এর মধ্য দিয়ে এ কর্তৃপক্ষের ওপর আইনপ্রণেতাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কংগ্রেস সদস্যদের বেশ কয়েকটি দুর্নীতিজনিত কেলেঙ্কারির ঘটনার প্রেক্ষাপটে ২০০৮ সালে এথিকস অফিস গঠন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন আইনপ্রণেতাকে অভিযুক্তও করা হয়। এতোদিন এথিকস কর্তৃপক্ষ জনসমক্ষে তাদের প্রতিবেদন প্রকাশ করতে পারলেও এবার তাদের ক্ষমতা কমানোর ব্যাপারে তৎপর হয়েছেন হাউস রিপাবলিকান সদস্যরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসনাল এথিকসের অফিসকে হাউস এথিকস কমিটির আওতায় নিয়ে আসার ব্যাপারে সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেন হাউস রিপাবলিকানরা। পরে তাদের মধ্যে এ নিয়ে সমঝোতা হয়। মঙ্গলবার প্রস্তাবটি রিপাবলিকান আধিপত্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার কথা রয়েছে।
রিপাবলিকান সদস্য বব গুডলেট জানান, প্রস্তাবটি অনুমোদন পাওয়ার পর এথিকস কর্তৃপক্ষকে তাদের প্রতিবেদন আইন প্রণেতাদের সরবরাহ করতে হবে, যা আগে প্রকাশ্যে উপস্থাপন করা হতো। এছাড়া অফিসটির নাম পাল্টে কংগ্রেসনাল কমপ্লেইন্ট রিভিউ করা হবে।
রিপাবলিকানদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন হাউস ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসি।  হাউস স্পিকার থাকাকালীন তিনিই এথিকস অফিস গড়ে তুলেছিলেন। তার অভিযোগ, নিজেদের আচরণ পর্যবেক্ষণকারী কেমাত্র স্বাধীন কর্তৃপক্ষকেও বিলুপ্ত করছে রিপাবলিকানরা।’

এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘এটা প্রমাণিত যে নতুন রিপাবলিকান কংগ্রেসের প্রথম বলি নীতি-নৈতিকতা।’

অনদিকে রিপাবলিকান নেতা বব গুডলেটের দাবি, এ সংশোধনীর কারণে অফিস অব কংগ্রেসনাল এথিকস-এর কাজ বাধাগ্রস্ত হবে না।  

কংগ্রেসের দুই কক্ষেরই আধিপত্যে থাকা রিপাবলিকানরা বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য ও পরিবেশগত বিধিগুলোও পরিবর্তনের জন্য তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

/এফইউ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ