X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গুয়ানতানামো বন্দি শিবির থেকে চার ইয়েমেনির মুক্তি, সৌদি আরবে স্থানান্তর

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১০:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮
image

গুয়ানতানামো বে কারাগার কিউবায় অবস্থিত মার্কিন বন্দি শিবির গুয়ানতানামো বে থেকে ছাড়া পাওয়া চার ইয়েমেনি বন্দি সৌদি আরবে পৌঁছেছে। কুখ্যাত ওই বন্দি শিবির থেকে আর কোনও বন্দিকে স্থানান্তর না করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ চার বন্দিকে মুক্তি দেওয়া হয়। সৌদি আরবের নাযেফ সেন্টার ফর কাউন্সেলিং এন্ড কেয়ার-এ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

চার ইয়েমেনি বন্দি সৌদি আরবের রিয়াদে পৌঁছালে এক অশ্রুসিক্ত মিলনমেলা তৈরি হয়। পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন তারা। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ছাড়া পাওয়া চার ইয়েমেনির নাম প্রকাশ করেছে। তারা হলেন, রজব সাদিক আবু ঘানিম, সেলিম আহমেদ হাদি, আব্দুল্লাহ ইয়াহিয়া ইউসূফ আল শাবলি এবং মোহাম্মদ আলি আব্দুল্লাহ বোয়াজির। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির অনুরোধে সাড়া দিয়ে ওই চার বন্দিকে পুনর্বাসিত করছে সৌদি সরকার।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর ওবামা বিতর্কিত বন্দি শিবির গুয়ানতানামো বন্ধ করে দেবেন বলে ঘোষণা দেন। এরই অংশ হিসেবে বন্দি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। ওবামার মতে বিচার না করে লোকজনকে এভাবে আটকে রাখাটা মার্কিন মূল্যবোধকে প্রতিফলিত করে না। তবে এ নিয়ে তা কংগ্রেসে রিপাবলিকানদের বাধার মুখে পড়তে হয়। ওবামা যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বন্দি শিবিরটিতে ২৪০ জন বন্দি ছিল। বর্তমানে তা কমে ৫৯ জনে দাঁড়িয়েছে। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। আর তার শপথ গ্রহণের আগে ২০ বন্দিকে স্থানান্তর করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প দাবি করে থাকেন যে গুয়ানতানামোর বন্দিরা বিপজ্জনক। কুখ্যাত এ কারাগার থেকে আর কাউকে মুক্তি দেওয়ার পক্ষপাতী নন তিনি। এ নিয়ে মঙ্গলবার একটি টুইটও করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘গিতমো (গুয়ানতানামো) থেকে আর কোনও মুক্তি নয়। এরা খুব বিপজ্জনক মানুষ এবং তাদেরকে আবারও যুদ্ধক্ষেত্রে ফেরত যেতে দেওয়া উচিত হবে না।’

দায়িত্বগ্রহণের পর আরও কিছু কথিত খারাপ মানুষকে নতুন করে ওই কারাগারে রাখার অঙ্গীকারও করেন তিনি। 

/এফইউ/

 

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ