X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নামিবিয়ার গণহত্যার জন্য জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১১:৩৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১১:৩৯

নামিবিয়ার গণহত্যা নিয়ে আঁকা চিত্রকর্ম উনিশ শতকের শুরুতে নামিবিয়ায় হেরেরো ও নামা নামের আদি জনগোষ্ঠীর ওপর গণহত্যার জন্য জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই সময় নামিবিয়াতে জার্মানির উপনিবেশিক বাহিনীর হাতে প্রায় ১ লাখ মানুষ নিহত হয়েছিলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।  বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-র এক খবরে বিষয়টি জানা গেছে।

দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, নামিবিয়ার সঙ্গে আলোচনা থেকে জার্মানি বাদীদের বাদ দিয়েছে। জার্মানি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, যে কোনও সমঝোতায় নিপীড়িত গোষ্ঠীর কাউকে প্রত্যর্পণের সুযোগ দেওয়া হবে না। এমনকি নমিবিয়াকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।

বাদীদের আইনজীবী কেন ম্যাকক্যালিয়ন এক ইমেইল বার্তায় গার্ডিয়ানকে বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত নামিবিয়ার আদি জনগোষ্ঠীর উত্তরসূরীদের কাছে জার্মানির প্রস্তাবিত সহযোগিতা সরাসরি পৌঁছাবে এমন নিশ্চয়তাও নেই। ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে কোনও সমঝোতা বা আপোষ রফা হতে পারে না।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

১৯০৪ থেকে ১৯০৮ সালের মধ্যে নামিবিয়ায় এ গণহত্যা সংঘটিত হয়। দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশটি তখন জার্মানির উপনিবেশ ছিল। হেরেরো ও নামা জনগোষ্ঠী জার্মান দখলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

অভিযোগ রয়েছে, নির্বিচারে হত্যা ছাড়াও ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বিদ্রোহী দুই জনগোষ্ঠীর ওপর। বন্দি করে নির্যাতন শিবিরে রাখা হয়েছে এবং অনেকেরই মাথা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ব্যবহার করে জার্মানি।

অনেক ঐতিহাসিক মনে করেন, বিংশ শতাব্দীর প্রথম গণহত্যার ঘটনা এটি। ১৯৮৫ সালে জাতিসংঘ হেরেরো জনগোষ্ঠীর ওপর পরিচালিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।

বৃহস্পতিবার বাদীদের দায়ের করার মামলাটি ১৭৮৯ সালের মার্কিন আইন অ্যালিয়েন টর্ট স্ট্যাচুর আওতায় করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!